সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ড শীপ ইয়ার্ডে দূর্ঘটনায় আহত শ্রমিক এক সপ্তাহ চিকিৎসার পর মৃত্যু

সীতাকুন্ড শীপ ইয়ার্ডে দূর্ঘটনায় আহত শ্রমিক এক সপ্তাহ চিকিৎসার পর মৃত্যু

কাইয়ুম চৌধুরী,৭জুলাই (সীতাকুন্ড টাইমস) ঃ সীতাকু- বার আউলিয়াস্থ ঝুমা এন্টারপ্রাইজ নামের একটি শীপ ইয়ার্ডে ওয়্যার দূর্ঘটনায় কিশোর শ্রমিক মোহাম্মদ আলী (১৬) নামে এক শ্রমিক গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৭ দিন পর মৃত্যুর কাছে হার মেনেছেন। গতকাল মঙ্গলবার সকাল ৭টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পরেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বার আউলিয়া সাগর উপকূলে অবস্থিত ঝুমা এন্টারপ্রাইজ নামের মহসিন বাদশা মালিকানাধীন শীপ ইয়ার্ডে গত ৩০ জুন সকালে কাজ করার সময় জাহাজ টানার হুইস মেশিনের ওয়্যার ছিড়ে মোহাম্মদ আলী নামে এক কাটার হেলপারের মাথায় আঘাত হানে। আহত আলীকে তার সহকর্মীরা উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে ভর্তি করেন। নিহত মোহাম্মদ আলী নোয়াখালীর বেগমগঞ্জ থানার মোহল্লাপুর গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে। অন্যদিকে সীতাকু- মডেল থানার এএসপি সাইফুল ইসলাম জানান, দূর্ঘটনার কথা ঝুমা এন্টারপ্রাইজ শীপ ইয়ার্ড কর্তৃপক্ষ পুলিশের কাছে অস্বীকার করেছেন। তিনি জানান, এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *