সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / হরতালে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটনা ৫মামলায় জামায়াত শিবিরের দেড়শতাধিক আসামী

হরতালে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটনা ৫মামলায় জামায়াত শিবিরের দেড়শতাধিক আসামী

নিজস্ব প্রতিবেদক,২০সেপ্টেম্বর(সীতাকুন্ড টাইমস ডটকম)- জামায়াতের ডাকা দুই দিনের হরতালে সীতাকু-ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় ১৫০জনকে আসামী করে পৃথক ৫টি মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ এসব মামলায় মোঃ টিপু আসলাম(২১)নামে একজনকে গ্রেপ্তার করেছে বলে থানা সূত্রে জানা যায়। সে পৌরসভার আমিরাবাদ এলাকার আখেরুজ্জামানের পুত্র। সীতাকু- মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম বদিউজ্জামান বলেন, হরতালে ২দিনে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় জড়িত জামায়াত শিবিরের নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় পৃথক পাঁচটি মামলা দায়ের করে। ইতিমধ্যে মামলায় অভিযুক্ত একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বাকীদের গ্রেপ্তারের জন্য উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য,জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় বাতিলের দাবীতে সারাদেশ ব্যাপী জামায়াতের ৪৮ ঘন্টা হরতালের ২দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু- উপজেলার ছোট কুমিরা ও বাঁশবাড়িয়া এলাকায় বিক্ষোব্ধ কর্মীরা গাড়িতে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর করেছে । মামলা ৫টিতে জামায়াত ও শিবিরের উপজেলা নেতাদেরসহ প্রায় দেড়শতাধিককে আসামী করলেও পুলিশ তাদের নাম প্রকাশ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *