লায়ন গিয়াস উদ্দীন,সীতাকুণ্ড টাইমসঃ
সীতাকুণ্ডে কমপক্ষে ৫০ হাজার কৃষক সবজি চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে। এই ৫০ হাজার কৃষকের উৎপাদিত সবজি সারাদেশের চাহিদা মেটালেও বছরের পর বছর এই কৃষকদের চাহিদা মেটাতে কেউ কোনদিন এগিয়ে আসেনি। স্বাধীনতার দীর্ঘ ৪৮ বছর পার হলেও এই কৃষকদের জন্য এ অঞ্চলে নির্মিত হয়নি একটি আধুনিক সবজি হিমাগার। ফলে শুধুমাত্র সংরক্ষনের অভাবেই এ অঞ্চলের কৃষকদের উৎপাদিত শত কোটি টাকার সবজি নষ্ট হয়ে যায় প্রতিবছর। এসব কৃষকরা হাজারো বঞ্চনা ও দুর্ভোগ মাথায় নিয়ে প্রতিনিয়ত দেশব্যাপী টাটকা সবজির যোগান দিলেও এসব কৃষকদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি।মাথার ঘাম পায়ে ফেলে কৃষকদের উৎপাদিত এসব সবজি বাজারজাত করতেও পোহাতে হয় চরম দুর্ভোগ। প্রতিদিন সকালে সবজির বাজারে সবজির সরবরাহ নিতে আসা ফাড়িয়ারা যে দাম নির্ধারণ করে দেয় সে দামেই কৃষকরা তাদের উৎপাদিত সবজি বিক্রি করতে বাধ্য হয় সংরক্ষণের অভাবে। অনেক সময় বাজারে আনা সব সবজি বিক্রি করতে না পেরে রাস্তার পাশে বা অন্যত্র ফেলে দিয়ে চলে যেতে হয়।