সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / আইএমও মহাসচিবের রাইজিং ও মাবিয়া শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন

আইএমও মহাসচিবের রাইজিং ও মাবিয়া শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন

সাইফুল মাহমুদ ,২৬ জুন (সীতাকুন্ড টাইমস ডটকম) ঃDSC_0107
সীতাকু-ের শিপব্রেকিং ইয়ার্ডকে গ্রীন ইন্ড্রাষ্ট্রিজ হিসাবে আখ্যায়িত করে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) এর সেক্রেটারী জেনারেল কোজি সেকিমিজু। তিনি আজ ২৬ জুন সীতাকু-ে সোনাইছড়ি ইউনিয়নের রাইজিং ও হাবীব স্টীল নামে দুটি জাহাজ ভাঙা শিল্প পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।
বুধবার বেলা ১১টার দিকে তিনি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিন সোনাইছড়ি এলাকার রাইজিং ষ্টীল শিপব্রেকিং ইয়ার্ডে এসে পরিদর্শন কার্যক্রম শুরু করেন। পুরো ইয়ার্ড এলাকা ঘুরে দেখেন। রাইজিং কারখানা কার্যালয়ে সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন এবং সীতাকু-ের জাহাজ ভাঙা শিল্পের কার্যক্রমগুলি সম্পর্কে অবগত হন। এসময় তিনি বাংলাদেশের জাহাজভাঙ্গা শিল্পকে গ্রীণ ইন্ড্রাষ্ট্রিজ বলে আখ্যায়িত করেন। পরে তিনি মাদামবিবিরহাটে অবস্থিত হাবীব ষ্টীল শিপব্রেকিং পরিদর্শন করেন। এ শিল্পকে আরো আধুনিকিকরণের উপর জোর দেন তিনি। পরিদর্শনকালে তাকে জাহাজ ভাঙা শিল্পের সার্বিক অবস্থা বিষয়ে অবগত করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জি.এম জয়নাল আবেদীন ভূঁইয়া, উপসচিব ইয়াছমিন সুলতানা, বাংলাদেশ শিপব্রেকার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ হেফাজতুর রহমান, সাবেক সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন, ক্যাপ্টেন এনাম, মাষ্টার আবুল কাসেম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সীতাকু- উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহীন ইমরান, রাইজিং ষ্টীলের এমডি মোঃ আমজাদ হোসেন চৌধুরী, মাবিয়া গ্রুপের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ওশি ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার সাইফুল মাহমুদ ও মাহবুব কন্ট্রাক্টরসহ আরো অনেকে। আইএমও মহাসচিব বাংলাদেশে মান সম্মত শিপব্রেকিং ইয়ার্ড গড়ে তোলায় বিএসবিএ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *