সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / আনোয়ারা জুট মিলের নিরাপত্তা কর্মীদের দুই মাসের বেতন বন্ধ, দুই কর্মকর্তা অবরুদ্ধ

আনোয়ারা জুট মিলের নিরাপত্তা কর্মীদের দুই মাসের বেতন বন্ধ, দুই কর্মকর্তা অবরুদ্ধ

কাইয়ুম চৌধুরী,৯ডিসেম্বর(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকু-ের বাড়বকু-স্থ আনোয়ারা জুট মিলের নিরাপত্তারক্ষী কর্মীরা গত দুই মাস ধরে বেতন না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছে তারা। বেতন পেতে মিলের দুই কর্মকর্তাকে গতকাল সকাল থেকে একটি রুমে অবরুদ্ধ করে রেখেছেন এবং দুপুরের খাবার সারতে চাদা তোলে খিচুড়ী রান্না করে খেতে দেখা গেছে।
নিরাপত্তারক্ষী কর্মীরা জানায়, গত ঈদুল আজহার ছুটির পর মিলের ঠিকাদার সফিকুল ইসলাম মল্লিক মিলটি আর চালু করেনি এবং মিলের কোন খোজ খবরও নেননি তিনি। প্রতিমাসে লে-অফ এর চিঠি নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দায়িত্ব শেষ করছেন তিনি। এদিকে মিলের নিরাপত্তা রক্ষী কর্মীরা মিলের দায়িত্ব ছেড়ে যেতে পারেনি। তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন অথচ মিলের ঠিকাদার বা মালিক কেউই তাদের খোজ খবর নেননা। ফলে অর্ধাহারে দিনাতিপাত করছে তারা। একমাস পূর্বে মিলের মালিক জাফর চৌধুরী প্রতিজনকে এক হাজার টাকা করে দিয়েই দায়িত্ব শেষ করে দেন। এদিকে নিরাপত্তা কর্মীরা তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছে। কয়েক বার তারিখ দিয়ে ও বেতন না দেয়ায় গতকাল সকাল ৯টায় মিলের দুই কর্মকর্তা আবুল কাসেম ও আবুল গফুরকে নিরাপত্তা রক্ষীরা সিকিউরিটি রুমে অবরুদ্ধ করে রাখে এবং খিচুড়ী রান্না করে তারা দুপুরের খাবার সেরেছে। বেতন না পাওয়া অবরুদ্ধ করে রাখবে বলে নিরাপত্তা রক্ষীরা জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *