সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে পুলিশের অভিযানে ইউপি মেম্বারসহ আটক-২৬

সীতাকুন্ডে পুলিশের অভিযানে ইউপি মেম্বারসহ আটক-২৬

Sitakund bnp-jamt aton PIc-k - Copyআব্দুল্লাহ আল ফারুক,৯ ডিসেম্বর(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকু-ের বিভিন্নস্থানে পুলিশ অভিযান চালিয়ে গত দুইদিনে বাড়বকু- ইউপি মেম্বার মোঃ সেলিম উদ্দিন রানাসহ বিএনপি-জামায়াত সন্দেহে ২৬জনকে আটক করেছে। আটকৃতদের মধ্যে একজন জেএসসি (অষ্টম শ্রেণী) পরীক্ষার্থীও রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত দুইদিন ধরে বাড়বকু- ইউপি মেম্বার মোঃ সেলিম উদ্দিন রানাকে তার বাড়ীর সামনে থেকে বাড়বকু-স্থ মান্দারীটোলা গ্রামে অভিযান চালিয়ে কৃষক দিদারুল আলম, দোকানদার ইকবাল, জুট মিল শ্রমিক মোঃ হোসেন, মোঃ আনোয়ার, জেএসসি পরীক্ষার্থী মোঃ ইমাম হোসেন(১৩), মোশারফ হোসেন ও কুমিরা এলাকা থেকে রাজু, মোবারক, মিয়া খানসহ ৯জনকে আটক করে। এদিকে পৌরসদর এলাকাস্থ সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জাফর(২০) ও রুবেল(১৬)সহ ৪জনকে সন্দেহ মূলক আটক করে। আটকৃতদের মধ্যে ৪জনকে যৌথ বাহিনী বেদম প্রহার করে থানায় সোর্পদ করে। তাছাড়া পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ২৬ জনকে আটক করে। মেম্বার সেলিম উদ্দিন রানাসহ আটককৃত ২৫ জনেরই আটকের পূর্বে কোন মামলা ছিল না বলে আটককৃতদের আত্মীয়রা জানায়। তবে জাফরের বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানা গেছে। মেম্বার সেলিম এর স্ত্রী সাংবাদিকদেরকে অভিযোগ করে, তার স্বামী আটকের পূর্বে তার বিরুদ্ধে কোন মামলা না থাকলেও গতকাল সোমবার তাকে চালান দেওয়ার সময় পুলিশ তার বিরুদ্ধে ৯টি মামলার শোন এরেস্ট দেখিয়ে কোর্টে প্রেরন করে। মামলা গুলো হলো- ৩৭(১০)১৩, ১৭(১১)১৩, ২৬(১১)১৩, ২৭(১১)১৩, ৩০(১১)১৩, ৩৩(১১)১৩, ৩৭(১১)১৩, ৩৮(১১)১৩, ৪০(১১)১৩। তার অপরাধ সে বিএনপি সমর্থন করে। অন্যদিকে উপজেলা যুবদলের সেক্রেটারী সাহাবুদ্দিন রাজু জানান, তার বাড়ীতে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ব্যাপক তান্ডব চালিয়েছে পুলিশ। এসময় পুলিশ ঘরের আলমিরাতে থাকা ৬টি সার্ট, ৫টি প্যান্ট, তার মেয়ের ১ভরি স্বর্ন ও ১৭’শ টাকা নিয়ে যায় বলে সে অভিযোগ করে। একই রাতে পুলিশ বাড়বকু- ইউপি সদস্য সেলিম উদ্দিন রানাকে গ্রেফতার সহ যুবদল নেতার বাড়ীতে পুলিশের ভাংচুর ও মেম্বার সেলিম উদ্দিন রানাকে আটকের তীব্র নিন্দা জানিয়েছে সীতাকু- থানা যুবদলের সভাপতি ফজলুল করিম চৌধুরীসহ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *