সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / উন্নয়নের স্বার্থে আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসা উচিত || বাঁশবাড়িয়ায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি ||

উন্নয়নের স্বার্থে আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসা উচিত || বাঁশবাড়িয়ায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি ||

ctg sitakund minister (2)সাইফুল মাহমুদ,২৬জুলাই(সীতাকুন্ড টাইমস ডটকম)-
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বাংলাদেশের ইতিহাসে কোন সরকার এক মেয়াদের বেশি থাকতে পারেনি। তাই সরকারের ধারাবাহিকতা না থাকায় উন্নয়নের ধারাবাহিকতা থাকেনা। এজন্য যেকোন সরকারকে পরপর অন্তত দুই মেয়াদে নির্বাচিত করা উচিত। আর সেটা নির্ভর করে আল্লাহ পাকের ইচ্ছা ও জনগণের চাওয়ার উপর। জনগণ আমাদেরকে আরেকবার সুযোগ দিলে পদ্মাসেতু, ঢাকা-চট্টগ্রাম চারলেন প্রকল্পের কাজ গুলো সমাপ্ত করা সম্ভব হবে। আর মেট্রোরেল, ট্রানজিট ও এলিভেটেড এক্সপ্রেসের মত কাজগুলো দৃশ্যমান করা যাবে।
২৬জুলাই শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সম্প্রসারিত চারলেনের সীতাকু-ের বাঁশবাড়িয়া ব্রীজ উদ্ধোধন কালে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
ওবায়দুল কাদের এমপি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সম্প্রসারিত চারলেন প্রকল্পের ২৩ টি সেতুর মধ্যে আজকের তিনটিসহ এ পর্যন্ত চারটি ব্রীজ, ২৪৪ টির মধ্যে ২২৮ টি কালভার্ডের উদ্ভোন করা হয়েছে। তাছাড়া প্রকল্পটির ১০ টি প্যাকেজের মধ্যে ছয়টি প্যাকেজে পাকা করনের কাজ দৃশ্যমান হয়েছে। মোট ৩০ কি.মি পাকা করনের কাজ সমাপ্ত হয়েছে। কাজের অগ্রগতি হিসাবে ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
এর আগে সকাল ১০ টায় উপজেলার জোড়আমতল বাইপাস এলাকায় ঘোড়ামারা ব্রীজ ও পরে বেলা ১১ টায় শুকলালহাট ব্রীজের উদ্ধোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা-চট্টগ্রাম চারলেন প্রকল্পের পরিচালক ইবনে আলম হাসান, সহকারী প্রকল্প পরিচালক স্বপন কুমার নাথ, মিরসরাই উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দীন, সড়ক ও জনপদ বিভাগের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়–য়, প্রকল্প ব্যবস্থাপক মাসুদ করিম ও ঠিকাদার তাহের ব্রাদার্স লি. এর উপ-প্রকল্প ব্যবস্থাপক এফ আর ফেরদৌসসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *