সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / বাড়বকুন্ডে টুডে কারখানা থেকে কোটি টাকার নষ্ট গুরুদুধ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত আটক ১ || ঈদে হাজার কোটি টাকা লাভ করাই ছিল মালিকের লক্ষ্য ||

বাড়বকুন্ডে টুডে কারখানা থেকে কোটি টাকার নষ্ট গুরুদুধ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত আটক ১ || ঈদে হাজার কোটি টাকা লাভ করাই ছিল মালিকের লক্ষ্য ||

Sitakund nasto milk photoনির্দেশ বড়ুয়া,২৫জুলাই (সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ডের বাড়বকুন্ড মন্দির সড়কে অবস্থিত এমএইচ গ্রুপ কঞ্জুমার ফুড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসেন মিন্টুর মালিকানাধীন টুডে গুরুদুধ কারখানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান নষ্ট গুরুদুধ জব্দ করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট ও ইউএনও মুহাম্মদ শাহীন ইমরান। ২৫ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভ্রাম্যমান আদালত উক্ত কারখানা ও বাজারজাতকরণ কম্পার্টমেন্টে অভিযান চালিয়ে ৫০০ বস্তা নষ্ট গুরুদুধ জব্দ করেছে। এই ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ শাহীন ইমরান প্রতিবেদকে বলেন, এই কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবত দেশীয় গুরুদুধকে বিদেশ থেকে আমদানি করেছে বলে পোকামাকড় ও ভেজাল মিশ্রিত গুরুদুধ প্যাকেটিং করে বাজারজাত করে আসছিলো। এমতাবস্থায় সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করে আমি এই অভিযান পরিচালনা করেছি। এছাড়া কোম্পানিটির লক্ষ্য ছিল পবিত্র রমজান মাসে ও সামনের ঈদে এই নষ্ট গুরুদুধ গুলোকে প্যাকেটজাত করার মাধ্যমে বাজারে বিক্রি করে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করা। আমি এই কোম্পানির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করব। সরেজমিনে গিয়ে জানা যায়, এই কারখানায় নিয়োজিত নারী শ্রমিকরা খালি হাতে পোকা মাকড় সমৃদ্ধ গুরুদুধ প্যাকটজাত করে থাকে তাও অসাস্থ্যকর পরিবেশে। আরও দেখা গেছে গুরুদুধ তৈরির কাঁচামালের প্যাকেটের গায়ে কোন মেয়াদ উল্লেখ নেই। নেই কোন বিএসটিআই এর অনুমোদনও। ফলে এই কারখানা কর্তৃপক্ষ আইন প্রয়োগকারী সংস্থা সমূহকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে টুডে নামের এই গুরুদুধ বিক্রি করে জনসাধারণের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দীর্ঘদিন থেকে। এছাড়া কোম্পানিটি এই কারখানায় গুরুদুধ ছাড়াও চনাবুট, মসুরডাল, সুগন্ধি বাসমতি চাউল ও প্যাকেটজাত করে বাজারজাত করছে। উল্লেখ্য যে, জব্দকৃত গুরুদুধ গুলোতে বিদঘুটে গন্ধ ও পোকামাকড়ের ছড়াছড়ি দেখা গেছে। ঘটনাস্থলে উপস্থিত সীতাকু- থানার সার্কেলএএসপি সৈয়দ ইকবাল আলী বলেন, জব্দকৃত গুরুদুধের আনুমানিক মূল্য ১কোটি টাকা। এই ঘটনায় কারখানাটির ম্যানেজার রেজাউল করিমকে আটক করা হয়েছে এবং জব্দকৃত গুরুদুধ গুলো থানা হেফাজতে নিয়ে যাওয়া হবে। পরে কোর্টকাষ্টডিতে জমা দেওয়া হবে। এই ব্যাপারে কারখানাটির মালিকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *