সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী মামুনকে সমর্থন দিয়ে বিদ্রোহী প্রার্থী আলেক জান্ডার চৌধুরীর প্রচারনা ঃ ১৯ দলে আসতে পারে চমক

উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী মামুনকে সমর্থন দিয়ে বিদ্রোহী প্রার্থী আলেক জান্ডার চৌধুরীর প্রচারনা ঃ ১৯ দলে আসতে পারে চমক

নিজস্ব প্রতিবেদক,৭ মার্চ (সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ড উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ এককভাবে প্রার্থী মনোনীত করে সাংসদ পুত্র এসএম মামুনকে। কিন্তু নির্বাচনে আওয়ামীলীগের আরও ৩ ভিআইপি প্রার্থী বিদ্রোহী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি করছে। শুক্রবার সকাল থেকে বাঁশবাড়িয়ায় এস এম মামুন কাপ পিরিচ এর পক্ষে গণসংযোগ করতে দেখা গেছে বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আলেক জান্ডার চৌধুরীকে । তিনি ইতিমধ্যে মোটার সাইকেল মার্কা প্রতীক নিয়ে পোষ্টার ব্যানার লাগিয়ে প্রচারনা করেছিল। উপজেলা ছাত্রলীগ নেতা অভি জানায় আলেক জান্ডার চৌধুরী কাপপিরিচকে সমর্থন দিয়ে গনসংযোগ করছে এসএম মামুনের সাথে। কুমিরা যুবলীগের সভাপতি রাজু ঘটনার সত্যতা স্বিকার করে বলেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এসএম মামুন কে সমর্থন দিয়ে আলেক জান্ডার চৌধুরী ইতিমধ্যে নির্বাচনী প্রচারনা শুরু করেছে। তিনি জানায় আলেক জান্ডার চৌধুরীর সমর্থন পাওয়ায় আওয়ামীলীগ প্রার্থীর বিজয় নিশ্চিতের পথেই এগুচ্ছে। এদিকে নির্বাচনের আগেই আরও কয়েকটি চমক আসতে পারে বলে জানা গেছে। বিএনপি জামায়াতের ৩ প্রার্থী চেয়ারম্যান পদে মাঠ চষে বেড়াচ্ছে। একই ভাবে আওয়ামীলীগের আরও ২জন বিদ্রোহী প্রার্থী মাঠে সক্রিয় রয়েছে। তবে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোস্তফা কামাল সম্প্রতি সাংবাদিকদের সাথে মতবিনিময় করে জানায় হামালা নির্যাতন যতই আসুক আমি নাগরিক কমিটি থেকে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাবো। সীতাকুন্ডকে সন্ত্রাস,চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত করতে শান্তিপ্রিয় জনগন মোস্তফা কামালকে নির্বাচিত করবে বলে নাগরিক কমিটির নেতৃবৃন্দরা জানান। এদিকে চমকের অপেক্ষায় আছে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। তারা আশা করছে ভোটের আগেই ১৯ দলের একক চেয়ারম্যান প্রার্থীর ঘোষনা আসবে। এক্ষেত্রে বিএনপির কেন্দ্রিয় নেতা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সেক্রেটারী লায়ন আসলাম চৌধুরীর ঘোষনার দিকে চেয়ে রয়েছে সীতাকুন্ডের সাধারন জনগন। তবে ইতিমধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী দিদার মাহমুদকে দল থেকে বহিস্কার করেছে। ফলে বিএনপির প্রার্থী ছালাউদ্দিন (টেলিফোন) আর জামায়াত প্রার্থী এডভোকেট মোস্তফা নুর (ঘোড়া ) মার্কায় নির্বাচন করছে। চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত নেতৃবৃন্দরা জানায় সীতাকুন্ডে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তারা কোন ছাড় দিবেনা। তারা জানায় শহীদের রক্তে রঞ্জিত এ রাজপথের জনগন এডভোকেট মোস্তফা নুর ( ঘোড়া ) ও এডভোকেট হুসাইন মোঃ আশরাফকে (চশমা) বিপুল ভোটে জয়ী করবে। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ,বিএনপি,জামায়াতের মোট ৩জনপ্রার্থী মাঠে রয়েছেন। এখানেও ১৯ দলের একক প্রার্থীর ঘোষনা আসতে পারে যে কোন সময়। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ বিএনপির ২ প্রার্থী রয়েছে মাঠে। জামায়াতের মহিলা প্রার্থী না থাকায় সুবিধাজনক অবস্থায় আছেন বর্তমান ভাইস চেয়ারম্যান শহীদ শাহজাহান চেয়ারম্যানের সহধর্মীনি কামরুন্ন নাহার নেলী(হাঁস)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *