সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / কুমিরায় প্রখ্যাত শিক্ষাবিদ মামুন স্যার আর নেই ঃ শোকাহত সীতাকুণ্ড বাসী

কুমিরায় প্রখ্যাত শিক্ষাবিদ মামুন স্যার আর নেই ঃ শোকাহত সীতাকুণ্ড বাসী

মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি,৩ মে (সীতাকুণ্ড  টাইমস ডটকম) –
mamun-sir-pic.jpgnnnnসীতাকুণ্ড ছোট কুমিরা মছজিদ্দা হাই স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহিল মামুন(৯১) প্রকাশ মামুন স্যার ৩ মে সকাল১০টায় বার্ধক্যজনিত কারনে সোনাইছড়ি পাক্কামসজিদস্থ ঘোড়ামরা গ্রামে ইন্তেকাল করেন ( ইন্না… রাজউন)। পরিবার সূত্রে জানাযায় আগামীকাল শনিবার নিজ গ্রামে সকাল ১১টায় জানাযা শেষে দাফন করা হবে তাঁকে। তিনি মৃত মাওলানা নুরুল আনোয়ারের সুযোগ্য সন্তান।  মৃত্যুকালে তিনি ৪ ছেলে ১ মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি ছোটকুমিরা মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে ১৯৫৭ সাল থেকে ৯১ সাল পর্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৬৭ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। মহান মুক্তিযোদ্ধায় অংশগ্রহন করে দেশ স্বাধীনে অগ্রনীভূমিকা পালন করেন তিনি।  আরও জানাযায় মামুন স্যার ছোটকুমিরা এলাকায় মছজিদ্দা হাইস্কুলের পাশাপাশি লতিফা সিদ্দিকী গালর্স স্কুল,২টি প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য স্কুল প্রতিষ্ঠা করে শিক্ষাক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাণিজ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম এমপি,সীতাকু- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিকুলইসলাম বাচ্চু, উপজেলা ভাইচ চেয়ারম্যান এডভোকেট মোস্তফা নুর,মহিলা ভাইচ চেয়ারম্যান নাজমুন নাহার নেলী,পৌর মেয়র নায়েক (অব) সফিউল আলম,সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আযাদ। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ভবতোষ নাথ, উত্তর জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক সুরাইয়া বাকের, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সাধারণ সম্পাদক আ.ম.ম. দিলশাদ, সীতাকু- প্রেসক্লাবের সভাপতি এম হেদায়েত,সেক্রেটারী আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,কুমিরা ইউপির চেয়ারম্যান জসিম উদ্দিন আহমদ চৌধুরী,সোনাইছড়ি ইউ্িপর চেয়ারম্যান নুর উদ্দিন জাহাঙ্গীর,বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আবু তাহের মেম্বার,মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের ৯০ ব্যাচের ছাত্র শিক্ষামন্ত্রনালয়ের সহকারী সচিব মোক্তার হোসেন টিটু,অধ্যাপক আশরাফ সাহেদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম,ইঞ্জিনিয়ার মাসুদ,মনোয়ার সাগর বিটু,সাহেদুল এনাম,জসিম উদ্দন,নুর উদ্দিন সিপন,আবু তাহের ভুট্টু,জাহাঙ্গীর আলম,রুবেল দত্ত,সঞ্জয় দত্ত,রেজাউল করিম। এছাড়াও শোক জানিয়েছে মছজিদ্দা হাইস্কুলের প্রাক্তন ছাত্র ইমাম হোসেন আযাদ, মোরশেদুল আলম চৌধুরী,সামছুদ্দীন চৌধুরী সেলিম,দিদারুল আলম,জসিম উদ্দিন,ইঞ্জিনিয়ার সামছুদ্দিন খালেদ প্রমুখ। নেতৃবৃন্দরা শোকাহত পরিবারের প্রতিসমবেদনা সহ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *