সংবাদ শিরোনাম
Home / জাতীয় / চট্টগ্রামে ২দিন ব্যাপী ইসলামী ব্যাংকের এম ক্যাশ এজেন্টদের ট্রেনিং সমাপ্ত

চট্টগ্রামে ২দিন ব্যাপী ইসলামী ব্যাংকের এম ক্যাশ এজেন্টদের ট্রেনিং সমাপ্ত

mcash-times-প্রেস বিজ্ঞপ্তি,১৯আগষ্ট(সীতাকুন্ড টইিমস ডটকম)-
ব্যাংকিং সেবার আওতায় না আসা মাঠ পর্যায়ের জনগনকে সেবা দেওয়ার লক্ষে ইসলামী ব্যাংক মোবাইল ব্যাংকিং এম ক্যাশ চালু করেছে। ইসলামী ব্যাংক এ সেবার মাধ্যমে জনগনের ব্যাংকে রূপান্তরিত হবে। ১৯আগষ্ট দুপুর ১২টায় চট্টগ্রাম আগ্রাবাদ জোনাল অফিসের ট্রেনিং সেন্টারে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার প্রায় ৩০০ এম ক্যাশ এজেন্টদের ২দিন ব্যাপী ট্রেনিং অনুষ্ঠানের সমাপনি দিনে প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জোনের প্রধান ও ইভিপি মোঃ আমিরুল ইসলাম উপরোক্ত মন্তব্য করেন। ২দিন ব্যাপি ট্রেনিং অনুষ্ঠানে প্রধান ট্রেনার ছিলেন এমক্যাশের প্রধান খন্দকার মোজাহেদুল ইসলাম। চট্টগ্রাম দক্ষিণজোনের প্রধান ইভিপি মোনরিুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন ইবিটিআরএ এর প্রধান ও ইভিপি ড.মাহমুদ আহমদ। ২দিন ব্যাপি ট্রেনিং শেষে ব্যাংকের বিভিন্ন শাখা ও এজেন্টদের পুরস্কার প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *