সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / ওভারব্রীজ ফকিরহাটে বাসের চাপায় রিক্সা চুড়মার ঃ নিহত ৩ || নিরাপত্তাহীনতায় যাত্রী পথযাত্রীরা ||

ওভারব্রীজ ফকিরহাটে বাসের চাপায় রিক্সা চুড়মার ঃ নিহত ৩ || নিরাপত্তাহীনতায় যাত্রী পথযাত্রীরা ||

নিজস্ব প্রতিবেদক,১৯আগষ্ট(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ড ছলিমপুর ফকির হাট এলাকায় ইঞ্জিন চালিত একটি রিক্সাকে পেছন থেকে দ্রুতগামী বাস ধাক্কা দিয়ে চুড়মার করে ফেলে । ঘটনাস্থলেই মার যায় রিক্সা চালকসহ ২জন। গুরতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় অপর যাত্রীও। প্রত্যক্ষদর্শীরা জানায় ১৯ আগষ্ট রাত সাড়ে ৯টায় ওভারব্রীজ ফকিরহাট বাজারে ইঞ্জিন চালিত একটি রিক্সা ২যাত্রী নিয়ে চট্টগ্রাম সিটিগেইটের দিকে যাচ্ছিল এসময় পিছন থেকে দ্রুত গতিতে আসা যাত্রীবাহি বাস জোনাকী ধাক্কা দেয়। স্থানীয় জসিম উদ্দিন জানায় দুর্ঘটনায় ২জন ঘটনাস্থলেই মারা যায়। এবং অপরজনকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায়। রাস্তায় পড়ে থাকা লাশ দুইটিকে কেউ শনাক্ত করতে পাচ্ছেনা। খবর পেয়ে বার আউলিয়া পুলিশ ফাঁড়ির এসআই মোস্তাফা ঘটনা স্থলে গিয়ে লাশ দুইটি উদ্ধার করেছে। এদিকে জনগন ধাওয়া করে জোনাকী বাসটি আটক করলেও ড্রাইভার পালাতক রয়েছে।
এদিকে সীতাকুন্ডে প্রতিদিন নিয়মিত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। কিন্তু তার কোন প্রতিকার নেই। সড়কদুর্ঘটনা বন্ধে কোন পদক্ষেপ নিতে পারেনি কর্তৃপক্ষ। সচেতন মহলের দাবী ড্রাইভারদের অর্থদন্ডসহ বিভিন্ন মেয়াদে জেলসহ আরো বিভিন্ন শাস্তির প্রদান না করলে সড়কদুর্ঘটনা রোধকার সম্ভব হবেনা। প্রয়োজনে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেক দুর্ঘটনার বিচার করা দাবী জানিয়েছে স্থানীয়রা। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করছে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *