সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / পুলিশ পাহারায় রাতে গাড়ি চলানোর চেষ্ঠায় সীতাকুন্ড ফের উত্তপ্ত ঃ ৯টি গাড়ীতে আগুন, সংঘর্ষ গুলিবিদ্ধ ২, অগ্নিদগ্ধ ১, ৪পুলিশসহ আহত ১৬

পুলিশ পাহারায় রাতে গাড়ি চলানোর চেষ্ঠায় সীতাকুন্ড ফের উত্তপ্ত ঃ ৯টি গাড়ীতে আগুন, সংঘর্ষ গুলিবিদ্ধ ২, অগ্নিদগ্ধ ১, ৪পুলিশসহ আহত ১৬

DSC_1179আব্দুল্লাহ আল ফারুক,২ডিসেম্বর, (সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকু- উপজেলা এক সপ্তাহ শান্ত থাকার পর পুলিশ অবরোধে রাতে গাড়ি চালানোর চেষ্ঠায় গত রবিবার রাত থেকে ফের উত্তপ্ত হয়েছে উঠেছে। ১৮দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা অবরোধের ২য় দিন রবিবার রাত ১০ টা থেকে পিকেটাররা সীতাকু-ের বিভিন্ন স্থানে অবস্থান নিলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এসময় পিকেটাররা ৯টি গাড়ীতে অগ্নিসংযোগ ও অর্ধশতাধিক গাড়ী ভাংচুর করে এবং সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ, ১ জন অগ্নিদগ্ধ ও ৪ পুলিশসহ ১৬ জন আহত হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার রাত ১০ টার দিকে উপজেলার সুলতানা মন্দির এলাকায় একটি প্রাইভেটকার এবং রয়েল সিমেন্ট এলাকায় একটি ট্রাকে অগ্নিসংযোগ করে পিকেটাররা। গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকু- অংশ দিয়ে পুলিশ স্কট দিয়ে কয়েকটি গাড়ী নিয়ে যাওয়ার সময় উপজেলার দারোগারহাট, পন্থিছিলা, স্বাস্থ্য কমপ্লেক্স, ফকিরহাট, মাদামবিবিরহাট এলাকায় মহাসড়কে ব্যারিকেট দিয়ে ১টি কাভার্ড ভ্যান ও ৬টি ট্রাকে অগ্নিসংযোগ করে পিকেটাররা। এসময় প্রায় অর্ধশতাধিক গাড়ী ভাংচুর করে তারা। দারোগারহাট এলাকায় পুলিশ অবরোধকারীদের বাধা দিতে গেলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষকালে পুলিশ গুলি ছুড়লে পিকেটাররাও পাল্টা জবাবে ককটেল নিক্ষেপ করে। এসময় ২ জন গুলিবিদ্ধসহ ১১ জন আহত হয় এবং পিকেটারদের ছুড়া ককটেলে পুলিশের এসআই জাহাঙ্গীরসহ ৪ পুলিশসহ আহত হয়। একই সময় পিকেটাররা ট্রাকে আগুন দিলে ট্রাক চালক ইয়াছিন (৩১) অগ্নিদগ্ধ হয়। আহতদের সীতাকু- স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে গতকাল দুপুর ১টার দিকে পৌরসদরের দক্ষিন বাইপাসে পিকেটাররা মহাসড়কে অবস্থান নিয়ে তিনটি সিএনজি ভাংচুর করে। এতে ইব্রাহীম নামে এক সিএনজি চালক আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *