সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / বিএনপির স্থায়ী কমিটির ৩ জনসহ ৫নেতা গ্রেফতারের প্রতিবাদে সীতাকুন্ডে রাস্তা অবরোধ,ঢাকা থেকে বিচ্ছিন্নঃ গাড়িতে আগুন,ভাংচুর,

বিএনপির স্থায়ী কমিটির ৩ জনসহ ৫নেতা গ্রেফতারের প্রতিবাদে সীতাকুন্ডে রাস্তা অবরোধ,ঢাকা থেকে বিচ্ছিন্নঃ গাড়িতে আগুন,ভাংচুর,

traka agunমোঃ জাহাঙ্গীর আলম,৮নভেম্বর(সীতাকুন্ড টাইমস ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার,ব্যরিষ্টার রফিকুল ইসলাম মিয়া, মওদুদ আহমেদসহ ৫জন গ্রেফতার করায় সীতাকুন্ডে কয়েকটি গাড়িতে আগুন দিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে বিিএনপি কর্মীরা। একই ভাবে কুমিরা,বাড়বকুন্ড রাত ১০টা থেকে রাস্তা অবরোধ করে রাখে। পুলিশ সীতাকুন্ডে অবরোধকারীদের গুলি চালিয়ে ছত্রভঙ্গ করার চেষ্ঠা করছে। সীতাকুন্ড মডেল থানার ওসি(তদন্ত) ইনিয়াছ আলী জানায় সীতাকুন্ড দক্ষিণ বা্ইপাস সড়কে গাড়ি অবরোধ করার চেষ্ঠ করেছে অবরোধকারীরা। পরে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। তবে এসময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে তারা। বার আউলিয়া থেকে কামরুল ইসলাম দুলু জানায় বার আউলিয়া বাজারে রাত ১১টার সময় বিএনপির নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। এসময় বিক্ষোভকারীরা গাড়ির চাকার বাতাস ছেড়ে অবরোধ করে দেয়। বাজারের থম থমে অবস্থা বিরাজ করছে। একই ভাবে ছোটকুমিরা, ভাটিয়ারী,বাঁশবাড়িয়া, বাড়বকুন্ড বাজারেও বিএনপির নেতা কর্মীরা রাস্তা অবরোধ করে েরেখেছে। ফলে ঢাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঢাকা। চট্টগ্রাম থেকে কোন গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। ছোটকুমিরায়ার সেনা কর্মকর্তা মনির জানায় সে টিকিট সংগ্রহ করার পরও ঢাকায় যেতে পরছেনা। অনেক্ষণ অপেক্ষা করে গাড়ি না আসায় বাড়ী ফিরে যায়। েএদিককে আগামীকাল জেএসসি ও জেডিসি পরীক্ষা থাকায় বিপাকে পড়েছে পরীক্ষার্থীরা। রাস্তায় যে ভাবে ভাংচুর অবরোধ হয়েছে কাল সকালে যথা সময়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া দুঃসাধ্য হয়ে পড়বে।
পরিস্থিতি শান্ত করতে সীতাকুন্ডে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাত ১২টা থেকে তারা বিভিন্ন পয়েন্টে টহল দিতে দেখা গেছে।
DSC_0715

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *