সংবাদ শিরোনাম
Home / গ্রাম-গঞ্জ / লায়ন্স ক্লাব অব সীতাকুণ্ড একহাজার রোগীকে স্বাস্থ্য সেব দিল জাফরনগর উচ্চ বিদ্যালয়ে

লায়ন্স ক্লাব অব সীতাকুণ্ড একহাজার রোগীকে স্বাস্থ্য সেব দিল জাফরনগর উচ্চ বিদ্যালয়ে

received_1484151781650046
নিজস্ব প্রতিবেদক,সীতাকুণ্ড টাইমস ঃ
লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড এর উদ্দেগে আজ শুক্রবার সকাল ১০টা থেকে জাফর নগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয়ে প্রায় এক হাজার রোগীকে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
এসময় চক্ষু, মেডিসিন, দন্ত,চর্ম,ডায়াবেটিস সহ বিভিন্ন
বিশেষজ্ঞ ডাক্তার এসব রোগী দেখেন।

বারোটি লায়ন্স ক্লাবের উদ্যোগে দিনব্যাপী সীতাকুণ্ড জাফরনগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-৪ এর লায়ন্স জেলা গভর্ণর মন্জুর আলম মঞ্জু।
এসময় তিনি বলেন গ্রামের দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা দিতে লায়ন্স ক্লাব কাজ করে যাচ্ছে। আগামীতেও গ্রামীন জনপথে আমরা স্বাস্থ্যসেবা দিয়ে যাবো।
লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকু-ের সভাপতি বিশিষ্ট শিল্পপতি মাষ্টার আবুল কাশেম এর সভাপতিত্বে এবং সীতাকু- লায়ন্স ক্লাবের সেক্রেটারী লায়ন মো. গিয়াস উদ্দিন সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা কার্যক্রমের চেয়ারম্যান ডা. দেবাশিষ দত্ত, ম্যাক্স হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. সেলিম আক্তার চৌধুরী, দৈনিক আজাদীর চীফ রিপোর্টার সাংবাদিক হাসান আকবর সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, লায়ন রিজোনাল চেয়ারপার্সন হেড কোয়ার্টার মীর্জা আকবর আলী চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন-রিজোয়ান চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী, এম ডিএম মহিউদ্দিন চৌধুরী, সাহেদুল ইসলাম, সামসুদ্দিন সিদ্দিকী, রিজোয়ান চেয়ারম্যান লায়ন পলাশ ধর, ডা. ম্যামল বৈদ্য, অশেষ কুমার উকিল, আশরাফুল্লাহ, জাফরনগর অপর্না চরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কান্তি চৌধুরী, আশরাফুল আলম আরজু, মোহাম্মদ সালাউদ্দিন, ডা. মেজবাউদ্দিন তুহিন, মীর আক্তার হোসেন, আবু বক্কর সিদ্দিকী, আরশাদুর রহমান, এস এম টুটুল, তসলিম উদ্দিন, মাইনুদ্দিন, লিও জেলা সভাপতি মো. সাইফুল করিম আরিফ, লায়ন ক্লাব অব চিটাগাং অগ্রনীর সভাপতি লায়ন মীর আক্তার হোসেন, সেক্রেটারী লায়ন পেয়ার আহমদ ভুইয়া, লায়ন বশির উদ্দিন আহমেদ, লায়ন নাছির উদ্দিন মানিক, লায়ন বেলাল হোসেন, ইজ্ঞিনিয়ার মো. কামরুদ্দোজা, লিবার্টি লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন কাজী আলী আকবর জাসেদ, সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংবাদিক লিটন কুমার চৌধুরী, সাংবাদিক ইমরান হোসেন, লায়ন্স ক্লাব অব লিবার্টির যুগ্ন সাধারণ সম্পাদক এড. এম সরোয়ার লাভলু। লায়ন মফিজুর রহমান সাজ্জাদ, টেকনেশিয়ালদের মধ্যে আ.ন.ম মহিউদ্দিন, আজিজুল হক, লিও ক্লাব লিবার্টির সভাপতি লিও মাহমুদুল হাসান দীপু, সীতাকুণ্ড- লিও ক্লাবের সভাপতি আরাফাতএলাহী, সেক্রেটারী লিও নুর খান, লিও জসিম আল ফযসাল, লিও মোহাম্মদ জিয়াউর হক, লিও ইসতিয়াক বিন ইমাম, লিও মাজহারুল ইসলাম, লিও মাকসুদা সুলতানা, লিও সাদিয়া তালুকদার, লিও ওয়াসিয়া বেগম, লিও হামিদ হুসাইন মাহমুদ, লিও আলী আকবর, লিও আপেল মাহমুদ, লিও তৌহিদ রনি, লিও তন্ময় বড়–য়া।
বারোটি লায়ন্স ক্লাবের উদ্যোগে এবং ম্যাক্স হাসপাতালের সহযোগিতায় সীতাকু-ে এক হাজার রোগীর স্বাস্থ্যসেবা দিয়েছেন সাজর্রিী বিশেষজ্ঞ ডাক্তার শিব শংকর সাহা, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ রউফ, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বিপ্লব ভট্টচার্য, মেডিসিন বিশেষজ্ঞ ডা. আ স ম লুৎফল কবির ও ডা. পঞ্চানন চক্রবর্তী, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আমানুর হক বাপ্পী, ডায়াবেটিক ও হরমোন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মাসুদ করিম, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. হোসনে আরা বেগম শ্যামা, ডা. সীমা ভট্টাচার্য, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. তানজিনা আনোয়ার লিজা, দন্তরোগ বিশেষজ্ঞ ডা. শ্যামল বৈদ্য এলাকার এক হাজার রোগী দেখেন।
লায়ন্স ক্লাব অব চিটাগাং, লায়ন্স ক্লাব অব চিটাগাং অগ্রনী, লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্টোপলিটন, লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগর, লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল জুবলি, লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরশ্বরাই, লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি, লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়া, লায়ন্স ক্লাব অব চিটাগাং রোজ ভ্যালী উক্ত স্বাস্থ্য সেবায় সহায়তা প্রদান করেছে।

চট্টগ্রামস্থ ম্যাক্স হসপিটাল লিঃ এর সাহযোগিতায় এবং লায়ন বেলাল হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে
যারা চিকিৎসা সেবা দিয়েছেন-
অধ্যাপক ডা. শিব শংকর সাহা-সার্জারি বিশেষজ্ঞ
অধ্যাপক ডা. এম.এ.রউফ-হৃদরোগ বিশেষজ্ঞ
অধ্যাপক ডা. সুযত পাল-মেডিসিন বিশেষজ্ঞ
ডা. বিপ্লব ভট্টাচার্য্য-হৃদরোগ বিশেষজ্ঞ
ডা. এম.এস.হায়দার রুশ্নী-কিডনীরোগ বিশেষজ্ঞ
ডা. আ.স. ম.লুৎফুল কবির (শিমুল)-মেডিসিন বিশেষজ্ঞ
ডা. মো.আবদুল হামিদ সাগর-মেডিসিন বিশেষজ্ঞ
ডা. মুহাম্মদ আমানুল হক বাপ্পী-ফিজিক্যাল মেডিসিন
ডা. মাসুদ করিম-ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ
ডা. বসু বন্ধু বড়–য়া-শিশুরোগ বিশেষজ্ঞ
ডা. হোসনে আরা বেগম (শ্যামা)-স্ত্রীরোগ বিশেষজ্ঞ
ডা. সীমা ভট্টাচার্য-স্ত্রীরোগ বিশেষজ্ঞ
ডা. তানজিনা আনোয়ার- চর্মরোগ বিশেষজ্ঞ
ডা. শ্যামল বৈদ্য- দন্তরোগ বিশেষজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *