সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডকে শান্ত করেই ছাড়বো – ডিআইজি নওশের আলী

সীতাকুন্ডকে শান্ত করেই ছাড়বো – ডিআইজি নওশের আলী

DSC01631খায়রুল ইসলাম,২৪নভেম্বর (সীতাকুন্ড টাইমস ডটকম)-
যে কোন মূল্যে সীতাকুন্ডকে শান্ত করতে হবে। ঢাকা ট্রাংকরোড চালু রাখতে হবে। সীতাকুন্ডে প্রয়োজনে ৫৩হাজার পুলিশ মোতায়ন করা হবে। কিন্ত সময় থাকতে যারা নাশকতা করছে তার যদি সাবধান না হয় তাদের সাথে সাথে নিরীহ লোককে খেসারত দিতে হবে। তাই গ্রামবাসীকে নাশকতার সাথে জড়িতদের নাম দেওয়ার জন্য অনুরুধ করছি। ২৪ নভেম্বর বিকাল ৪টায় সীতাকুন্ডে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলছিলেন চট্টগ্রাম ডিআইজি নওশের আলী।
প্রশাসনের সাথে জনসাধারণ চেয়ারম্যান মেম্বারের মত বিনিময় করেন সীতাকু- উপজেলার বিভিন্ন স্থানে গাড়ী পুড়া ভাংচুর নাশকতা প্রতিরোধ বিষয়ে। রবিবার বিকাল ৪ টায় সীতাকু- উপজেলা বাড়বকু- ইউনিয়ন পরিষদ মাঠে ও উপজেলা পরিষদ কার্যালয়ে পৃথক দুটি স্থানে মতবিনিময় করেন চট্টগ্রাম ডিআইজি নওশের আলী খান, জেলা প্রশাসক মোঃ আব্দুল মন্নান, বিজিবির রেঞ্জ কমান্ডার সৈয়দ আহম্মদ আলী, বিজিবির সিও লেঃ কমান্ডার মোঃ মহিউদ্দিন, বিজিবি ডাইরেক্টর অপারেটর তৌহিদুল আলম, চট্টগ্রাম পুলিশ সুপার হাফিজ আকতার, সীতাকু- উপজেলা নির্বাহী অফিসার শাহিন ইমরান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামান। মতবিনিময়ে স্থানীয় চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, তাজুল ইসলাম নিজামী, রায়হান উদ্দিন, ৪নং মুরাদপুর শেখ রেজাউল করিম বাহার, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন আহমেদ চৌধুরী, নুরুদ্দিন জাহাঙ্গীর, নুরুল আনোয়ার, সালাউদ্দিন আজিজ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বিজিবি রেঞ্জ কমান্ডার সৈয়দ আহম্মদ আলী বলেন, সীতাকুন্ডে নাশকতা প্রতিরোধ করতে স্থানীয় জনসাধারণের নিরাপত্তার জন্য মতামতের প্রয়োজন এবং যারা গাড়ীতে অগ্নিসংযোগ ভাংচুর নাশকতা সৃষ্টি করে গোপন সূত্রে প্রশাসনের কাছে নাম দেওয়ার জন্য চেয়ারম্যান-মেম্বার ও মান্যগন্য ব্যক্তিদেরকে অনুরুধ জানায়। তিনি আরও জানায় নাশকতা বন্ধ না হওয়া পর্যন্ত গণগ্রেফতার অব্যাহত থাকবে। প্রয়োজনে আরো কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত নিবেন বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *