সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডের নুনাছড়া এয়াকুব নগরে ১৮দলের সাথে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ ২,পুলিশসহ আহত ১০

সীতাকুন্ডের নুনাছড়া এয়াকুব নগরে ১৮দলের সাথে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ ২,পুলিশসহ আহত ১০

দিদার হোসেন টুটুল,২৭ নভেম্বর (সীতাকুন্ড টাইমস ডটকম)- সীতাকুন্ড পৌরসদরের এয়াকুব নগরে পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষ চলছে। শেষ খবর পাওয়া পর্য়ন্ত এক শিশুসহ ২জন গুলিবিদ্ধ রয়েছে। শতাধিক পুলিশ বিজিবি রেল লাইনে অবস্থান নিয়ে পূর্ব দিকে ধাওয়া করছে ১৮ দলের কর্মীদের। থমথমে বিরাজ করছে ওখানের অবস্থা। স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দরা ওখানে ঘটনার প্রত্যক্ষ করছে। স্থানীয় কয়েকজন মহিলা জানায় এয়াকুব নগরের হাছিমিয়ার ছেলে নাছজম(১১) গরুর জন্য ঘাস কাটতে গেলে পুলিশ তাকে গুলি করে। মহিলা আহত নাজিম কে উদ্ধার করার চেষ্ঠা করলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ শিশুটিকে সীতাকুন্ড হাসপাতালে পাঠায়। এর পর সীতাকুন্ডে থেকে আশংখাজনক ভাবে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও আবছার(২৬) নামের আরেক জন গুলিবিদ্ধ। এসময় পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। গুলিবিদ্ধ সহ ১০জন গ্রামবাসী আহত হয়েছে। এর মধ্যে পুলিশ ২ বিজিবির সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। আহত পুলিশের নাম আনোয়ার ও মিজান,বিজিবি সদস্য লুৎফর রহমান ।
এদিকে পুলিশের গুলিতে আহত হয়েছে কাঠুরিয়া কলিম উল্লাহ(১৪),মতিন(১৩)। তারা পাহাড় থেকে নামার সময় গুলিবিদ্ধ হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
এরিপোর্ট লেখা পর্য়ন্ত সংঘর্ষ চলছে…………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *