সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডের বিভিন্নস্থানে পুলিশের অভিযানে স্কুল শিক্ষকসহ আটক-১৫

সীতাকুন্ডের বিভিন্নস্থানে পুলিশের অভিযানে স্কুল শিক্ষকসহ আটক-১৫

কাইয়ুম চৌধুরী,১৩ডিসেম্বর(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ডে অবরোধে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পিকেটার সন্দেহে ১৫জনকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার রাতে ফৌজদারহাট ভাটিয়ারী মাদামবিবিরহাট এলাকায় ৪টি ট্রাকে আগুন দেয়। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে পিকেটাররা। ভাংচুরের পরপর যৌথ বাহিনী অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ১৫জনকে আটক করে। সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ফৌজদারহাট পাবলিক স্কুল এন্ড কলেজে যৌথবাহিনী অভিযান চালায়। এসময় স্কুলের অফিসে কয়েকটি ধর্মীয় প্রচারের বই দেখতে পেয়ে শিক্ষক সাখাওয়াত হোসেন ও ভোকেশনাল শিক্ষক মোঃ শরিফকে আটক করে। একই স্থানে একটি কিরন কোচিং সেন্টার ও একটি ব্যাচেলার ম্যাচে অভিযান চালিয়ে মোঃ তাহের, ওয়াজিউল্লাহ, মোঃ ফেরদৌস, হাসান উদ্দিন, ফয়েজুল রহমান, নুরুল আমিন, মোঃ ইউসুফ, মোঃ শফিক, মোঃ মানিক, মোঃ জাবের নামে আরো ১০জনকে আটক করে। আটকৃতদের মধ্যে শিক্ষক, কারিগরি প্রশিক্ষনরত ছাত্র ও চাকুরীজীবি রয়েছে বলে জানা গেছে। তাছাড়া অন্যান্যস্থান থেকে আরো ৩জনকে আটক করে পুলিশ। পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইউসুফ যুবায়ের জানায় পুলিশ স্কুলে ঢুকে স্কুলের শিক্ষক সাখাওয়াত ও ভোকেশনাল বিভাগের ইনচার্জ শরীফসহ কয়েকজন ছাত্রকে নিয়ে যায়। এসময় পুলিশ স্কুলে ব্যাপক ভাংচুর করেছে বলে তিনি অভিযোগ করেছে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ অভিযান চালিয়ে শিক্ষক ছাত্রদেরকে আটক ও হয়রানি এবং মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন সীতাকুন্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আনোয়ার সিদ্দিকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *