সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে জেএসসি পরীক্ষায় ১ম দিনেই অনুপস্থিত ১৫৯

সীতাকুন্ডে জেএসসি পরীক্ষায় ১ম দিনেই অনুপস্থিত ১৫৯

j.s,c picমোঃ জাহেদ,7 নভেম্বর (সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকু- উপজেলায় সাতটি কেন্দ্রে জুনিয়র স্কুল সাটিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সাটিফিকেট জেডিসি পরীক্ষা অনুষ্টিত হয়েছে। সাতটি কেন্দ্রে পরীক্ষার্থী ৫৮৯৮ জনের মধ্যে ১ম দিনেই অনুপস্থিত ছিল ১৫৯ জন। ছয়টি কেন্দ্রে জেএসসি পরীক্ষা হলেও বাকী একটি কেন্দ্রে জেডিসি পরীক্ষা হয়েছে। জেএসসি কেন্দ্রগুলো হলো টেরিয়াইল উচ্চ বিদ্যালয় ২৭৭ জন,সীতাকু- আদর্শ উচ্চ বিদ্যালয় ১০৪২ জন,সীতাকু- বালিকা বিদ্যালয় ১১৪৩,বাড়বকু- উচ্চ বিদ্যালয় ৭৬৫,মসজিদ্দা উচ্চ বিদ্যালয় ১০১৮,ফৌজদারহাট কেএম উচ্চ বিদ্যালয় ১১১০ জন ও সীতাকু- কামিল এম এ মাদ্রাসায় জেডিসি পরীক্ষা ৫৪৩ জন। সীতাকুন্ড আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন আলী বলেন,ছেলে-মেয়েরা সকাল থেকে সুন্দর ভাবে পরীক্ষা দিচ্ছে। আমার বিদ্যালয়ের পরীক্ষাথী ছিল ১৯১ জন,তাদের কেন্দ্র পড়েছে সীতাকু- বালিকা উচ্চ বিদ্যালয়ে। অপরদিকে সীতাকু- মাধ্যামিক শিক্ষা অফিসার মোঃ ফেরদৌস হোসেন বলেন,উপজেলা জুড়ে সাতটি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে,তার মধ্যে ৬টি জেএসসি বাকী ১টিজেডিসি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। সাতটি কেন্দ্রে ১৫৯ জন ছাত্র-ছাত্রী অনুপস্থিত থাকলেও পরীক্ষা সুষ্ঠ ও সুন্দর ভাবে পালিত হয়েছে বলে তিনি জানান। যুবাইদিয়া মাত্রাসার অধ্যক্ষ নুরুল কবির জানায় সীতাকুন্ড আলীয়া মাদ্রাসা এবার জেডিসি পরীক্ষায় ৫৪৩জন পরীক্ষার্থী ছিল। ১ম দিন অনুপস্থিতি ছিল ১৬জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *