সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে হরতালের ২ মামলায় আটক ১০

সীতাকুন্ডে হরতালের ২ মামলায় আটক ১০

ইব্রাহিম খলিল,৮নভেম্বর(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ড পুলিশ রাতে বাড়ি বাড়ি অভিযান চালিয়ে গ্রেফতার করেছে নিরীহ ১০ গ্রামবাসী। স্থানীয় সূত্রে জানা যায় ৭নভেম্বর গভীর রাতে পৌরসদরের মহাদেবপুর গ্রামের জামায়াত বিএনপি সন্দেহে নিরীহ ১০গ্রামবাসীকে ধরে থানায় নিয়ে আসে। সীতাকুন্ড মডেল থানার ওসি (তদন্ত) ইলিয়াছ আলী জানায় গ্রেফতারকৃতদের অনেকের নামে মামলা রয়েছে। বাকীরা হরতালের ভাংচুর মামলায় চালান করা হবে। আটকৃতরা হলো চৌধুরী পাড়ার জাহাঙ্গীর, সাদ্দাম,তারেক, সাব্বির, জয়নাল,কোরবান আলী,ইউছুফ। এদিকে গত ৩ দিনের হরতালের সময় পুলিশ বাদী হয়ে আরও ২টি মামলা করে।মামলায় জামায়াত শিবিরের নেতাকর্মীদের আসামী করা হয়েছে। মাদামবিবিরহাটের ঘটনায় ২৪জনকে এবং পৌরসদরের ঘটনায় ২৩জনকে আসামী করা হয়েছে। তবে মামলা দুইটিতে ৪০/৫০জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। ১৮দলের নেতারা অভিযোগ করছে পুলিশ এখনও নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। বিএনপি নেতা লায়ন আসলাম চৌধুরী সীতাকুন্ড থানার অতি উৎসাহী পুলিশ অফিসারের নাম ঠিকানা প্রস্তুত করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *