সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে ২জামায়াত নেতার জানাযা পূর্ব সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ – শহীদের রক্তের বিনিময় সীতাকুন্ডে ইসলামী আন্দোলনের শক্ত ঘাটি তৈরীর করা হবে

সীতাকুন্ডে ২জামায়াত নেতার জানাযা পূর্ব সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ – শহীদের রক্তের বিনিময় সীতাকুন্ডে ইসলামী আন্দোলনের শক্ত ঘাটি তৈরীর করা হবে

2 jamat nather janaja picনিজস্ব প্রতিবেদক,৮আগষ্ট(সীতাকুন্ড টাইমস ডটকম)-
শহীদের রক্তের সিড়ি বেয়ে এদেশে ইসলামী আন্দোলন কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সীতাকুন্ডে প্রতিটি অঞ্চলে জামায়াতে ইসলামীর শক্ত ঘাটি তৈরীর মাধ্যমে ২জামায়াত নেতা খুনের বদলা নেওয়া হবে। আওয়ামী সন্ত্রাসীরা পবিত্র রমজান মাসেই রোজাদার ২ জামায়াত নেতাকে হত্যা করে প্রমান করেছে তারা খুনের রাজত্ব কায়েম করতে চাই এ দেশে। ইসলামী আন্দোলনের কর্মীরা বেঁচে থাকতে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবেনা। সীতাকুন্ডের মাটিতে খুনিদের শেষ রক্ষা করতে পারবেনা তাদের প্রভুরা। ৮আগষ্ট সীতাকুন্ড এলকে সিদ্দিকী স্কয়ারে জামায়াতের এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ আমিরুজ্জামান উপরোক্ত কথা বলেন। সীতাকুন্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিকুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি কুতুব উদ্দিন শিবলী। উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ তাহের এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত নেতা মাষ্টার নুরুচ্ছালাম,অধ্যক্ষ রবিউল হোসেন,সীতাকুন্ড উপজেলা ভাইচ চেয়ারম্যান এডঃ মোস্তফানুর,মিরসরাই জামায়াতের আমির নুরুল করিম,সেক্রেটারী নুরুল কবির,সীতাকুন্ড শিবিরের সভাপতি মোঃ রাসেল,সাবেক ছাত্রনেতা হুসাইন মোঃ আশরাফ,জামায়াত নেতা ভুইয়া ।
বিক্ষোভ সমাবেশ শেষে ২জামায়াত নেতার জানাযা নামাযের ইমামতি করেন অ্যধক্ষ আমিরুজ্জামান। সীতাকুন্ড পৌরসদরে প্রথম জানাযা শেষে পৌর জামায়াত নেতা আবু বক্কর সিদ্দিক পারভেজ এর নিজ গ্রাম পশ্চিম আমিরাবাদে বিকাল ৫ টায় ২য় জানাযার পর দাফন করা হয়েছে। এদিকে একই ভাবে আব্দুল্লাহ আল রাসেল বাবুর ২য় জানাযা তার গ্রামের বাড়ী বড়দারোগার হাট উত্তর ফেদাইনগরের অনুষ্ঠিত হয়েছে।
এদিকে সীতাকুন্ডে আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত ২ জামায়াত নেতার হত্যার প্রতিবাদে ৩দিনের কর্মসূচী ঘোষনা করে চট্টগ্রাম জামায়াত। ঈদের দিন সীতাকুন্ডের সকল মসজিদে মসজিদে দোয়া দিবস,শনিবার পাড়ায় গনসংযোগ করা হবে এবং রবিবার চট্টগ্রামে বিক্ষোভ দিবস পালনের ঘোষনা দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আমিরুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *