সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ড কুমিরায় বৃষ্টিতেও আগুনে পুড়ে গেছে ১৭টি বসতি ঃ ক্ষয়ক্ষতি অর্ধকোটি

সীতাকুন্ড কুমিরায় বৃষ্টিতেও আগুনে পুড়ে গেছে ১৭টি বসতি ঃ ক্ষয়ক্ষতি অর্ধকোটি

নিজস্ব প্রতিবেদক,১৮আাগষ্ট(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ডে আবারও বৃষ্টির মধ্যে আগুনে পুড়ে গেছে ১৭টি ঘর। স্থানীয় সূত্রে জানাযায় রবিবার রাত ৩টায় কুমিরার পাহাড়ের পাদদেশে রহমতপুরে (আড্ডি কোম্পানি) আগুন লাগে। এতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ১৭টি পরিবারের বসত ঘর। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে গিয়ে বাকী ঘরগুলো রক্ষা করে। স্থানীয় মেম্বার আ ম ম আলমগীর জানায় বিদ্যুৎ শর্টসার্কিট থেকে লাগা আগুনে ১৭টি পরিবার একে বারে নিঃস্ব হয়ে যায়। এতে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও জানায় খবর পেয়ে সকালেই চেয়ারম্যান জসিম উদ্দিন আহমদ ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যেক পরিবারকে নগদ ৫হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। কুমিরা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার ওমর ফারুক জানায় খবর পেয়ে তারা রহমতপুরে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে । এতে বেশ কয়েকটি ঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। আগুনে জসীম সওদাগর,আব্দুস সালাম,নুরুল হুদা,শাহ আলম,আবুল কালাম,ইদ্রিচ সওদাগরসহ ১৭টি পরিবারের এখন খোলা আকাশের নিচে। ক্ষতিগ্রস্থরা সরকারী বেসরকারী সংস্থা ও দানশীলদের সাহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *