সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ড যুবাইদিয়া মহিলা মাদ্রাসায় শোক দিবস পালিত

সীতাকুন্ড যুবাইদিয়া মহিলা মাদ্রাসায় শোক দিবস পালিত

pic-timesমাদ্রাসা প্রতিনিধি,১৫আগষ্ট(সীতাকুন্ড টাইমস ডটকমম)- ১৫আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সীতাকুন্ড যুবাইদিয়া মহিলা আলিম মাদ্রসায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির বলেন ইসলাম কোন হত্যাকে সমর্থন করেনা । আজকের এদিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন সকল হত্যার বিচার রোজ কিয়ামতের দিন আল্লাহর দরবারে অবশ্যই হবে। তিনি সকলকে ইসলামী শরীয়ত মতে জীবন যাপন করার জন্য আহ্বান জানান। তিনি আরও বালেন নামায রোজার মত যাকাতও ফরজ অথচ আমরা সঠিক নিয়মে যাকাত আদায় করতে পারছিনা বলে সমাজে ধনী গরীবের বৈষম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাথে সাথে খুন হত্যা সহ বিভিন্ন ইসলাম বিরোধী কাজকর্ম সমাজে ভরপুর হয়ে যাচ্ছে। তিনি সকলকে কুরাআনের আলোকে নিজের জীবন গঠন করার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি,মাওলানা নুরুল মোস্তফা ,ছাত্রীদের পক্ষ থেকে বক্তাব্য রাখে তানজিনা,রুমকী,মেরী পলি,মায়মুনা প্রমুখ। আলোচনা শেষে মোনাজাতের ম্যাধমে অনুষ্ঠান শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *