সংবাদ শিরোনাম
Home / জাতীয় / হরতালে সীতাকুণ্ডসহ তিন উপজেলায় মাঠে থাকবে বিজিবি

হরতালে সীতাকুণ্ডসহ তিন উপজেলায় মাঠে থাকবে বিজিবি

BGB-2  ২২ এপ্রিল (সীতাকুন্ড টাইমস ডটকম)- টানা ৩৬ ঘণ্টার হরতালে নাশকতা এড়াতে চট্টগ্রামের তিন উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশ সূত্র জানায়, হরতালে নাশকতা এড়াতে সোমবার সন্ধ্যার পর চট্টগ্রামের তিন উপজেলা সীতাকুণ্ড, সাতকানিয়া ও পটিয়ায় বিজিবি মোতায়েন করা হবে। পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবিও তাদের সঙ্গে যৌথ টহলে অংশগ্রহণ করবে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) একেএম হাফিজ আকতার জানান, হরতালে যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই তিন উপজেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হরতাল চলাকালে বিজিবি,পুলিশ ও র‌্যাব যৌথভাবে কাজ করবে।

তিনি বলেন,‘ হরতালে যেকোন নাশকতা মোকাবেলায় রাত থেকেই বিজিবি মোতায়েন করা হবে। এছাড়া যেকোন অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে পুলিশকেও প্রস্তুত রাখা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *