সংবাদ শিরোনাম
Home / ইউনিয়ন সংবাদ / বারাউলিয়ায় কারখানার বর্জ্যযুক্ত ঘাস খেয়ে ২টি গরুর করুণ মৃত্যু

বারাউলিয়ায় কারখানার বর্জ্যযুক্ত ঘাস খেয়ে ২টি গরুর করুণ মৃত্যু

কামরুল ইসলাম দুলু ,

২২ এপ্রিল (সীতাকুন্ড টাইমস ডটকম) ঃ

সীতাকুন্ডে একটি কারখানার বিষাক্ত বর্জ্যযুক্ত ঘাস খেয়ে একটি গাভীসহ ২টি গরুর ঘটনাস্থলে মারা যাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানাযায় ২২ এপ্রিল বারাউলিয়ার গামারীতল এলাকায় আবুল খায়ের গ্রুপের কয়েকটি কারখানা থেকে আশে পাশের এলাকায় বিষাক্ত বর্জ্যযুক্ত ঘাস খেয়ে ২টি গরু ঘটনাস্থলে মারা যায়। গরু ২টির আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানা গেছে। গরুর মালিক সেকান্দর জানায় তার একটি বড় গর্ভবতী গাভী আবুল খায়েরের মিলের পাশে জমিতে ঘাস ও পানি খেয়ে ঘটনাস্থলে মারা যায়। এতে তার প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়।একই ভাবে স্থানীয় এসহাকের ১১হাজার মূল্যের গরুটিও মারা যায়। স্থানীয় মেম্বার আজগর আলী ঘটনার সত্যতা স্বীকার করে বালে আবুল খায়ের মিল কতৃপক্ষ দুষিত বর্জ্যপদার্থের কথা অস্বীকার করে বলে জানায় তিনি। স্থানীয় কামরুল ইসলাম জানায় আবুল খায়ের কোম্পানী এলাকায় বেশ কয়েকটি কারখানা করে। স্থানীয়রা জানেও না কারখানাগুলোতে কি তৈরী হয়। কারখানাগুলোর থেকে বর্জ্য বিষাক্ত গ্যাস আশে পাশের পরিবেশকে ভারী করে তোলে। মিলকতৃপক্ষ ঘটনার অস্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *