সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / জেএসসি পরীক্ষার আগে পরিবহন সংকট দুরকরার দাবী সীতাকুন্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের

জেএসসি পরীক্ষার আগে পরিবহন সংকট দুরকরার দাবী সীতাকুন্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের

12179726_774324419379539_379291251_nরিতা আক্তার,২৫অক্টোবর(সীতাকুন্ড টাইমস)-
মহাসড়কে সিএনজি অটোরিক্সা বন্ধ করার পর থেকেই সীতাকুন্ডের যাত্রীরা চরম দুর্ভোগ পুহোতে হচ্ছে প্রতিনিয়ত। ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাড়িয়ে অনেক কষ্ট স্বিকার করে সীতাকুন্ডের যাত্রীরা যাতায়াত করছে। একদিকে গাড়ি সংকট অন্যদিকে ৪গুন ভাড়া বৃদ্ধি। দেখার যেন কেউ নেই। ট্রাক,নচিমন,কার, মাইক্রো মিনিবাসসহ নানা গাড়ি যার যার ইচ্ছামত রাস্তায় নামিয়ে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এদিকে আগামী ১নভেম্বর থেকে শুরু হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। কোমলমতি শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যেতে চরম দুর্ভোগে পরতে এটাই বাস্তবতা। তাই পরীক্ষা পূর্বেই সীতাকুন্ড মহাসড়কে লোকা বাস সার্ভিস বৃদ্ধি বা বিকল্প পরিবহন ব্যবস্থা চালু করার দাবী জানিয়েছে সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ। রবিবার বিকাল ৫টায় এসোসিয়েশেনের এক সভায় উপরোক্ত দাবী করেন। সীতাকু- অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের আহ্বায়ক সীতাকু- নিউজ টুয়েন্টিফোর এর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন ,যুগ্ম আহ্বায়ক যোগাযোগ নিউজ ডটকম প্রতিনিধি কাইয়ুম চৌধুরী, সদস্য সচিব সীতাকুণ্ড টাইমস এর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, চলমান সীতাকু- ডটকম এর সম্পাদক লিটন চৌধুরী ,গিরি সৈকত ডটকম সম্পাদক নাছির উদ্দিন অনিক নিউজ বিএন ডটকম প্রতিনিধি সবুজ শর্মা শাকিল,বাংলাদেশ খবর ডটকম প্রতিনিধি মোঃ ইব্রাহিম খলিল, বিডি টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি মোঃ সাইফুল মাহমুদ,দি ওয়ার্ল্ড ২৪নিউজ ডটকম এর সম্পাদক মীর মামুন,নিউজ চিটাগাং২৪ডটকম প্রতিনিধি নন্দন রায়, সিটিনিউজ ডটকম প্রতিনিধি কামরুল ইসলাম দুলু,সীতাকুন্ড নিউজ২৪ ডটকম প্রতিনিধি দিদারুল আলম,প্রিয়ডটকম প্রতিনিধি মোঃ ইমরারন ।
সভায় বক্তারা সীতাকুন্ডের বাস মালিক সমিতি,প্রশাসন ও জনপ্রিতিনিধিদের এসমস্যা সমাধানে এগিয়ে এসে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *