সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / ফৌজদারহাটে মাটিতে পুঁতে রাখা যুবতীর লাশ উদ্ধার

ফৌজদারহাটে মাটিতে পুঁতে রাখা যুবতীর লাশ উদ্ধার

সীতাকুণ্ড টাইমস ডেস্ক ঃ
সীতাকুণ্ড ফৌজদারহাট এলাকা থেকে যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিস (বিআইটিআইডি) হাসপাতালের বাউন্ডারী ভিতর থেকে
শুক্রবার দুপুরে দুইটার সময় ২৫-৩০ বছর বয়সী এই যুবতীর মরদেহটি মাটি সরিয়ে তুলে আনেন গাউছিয়া কমিটির কর্মিরা। উদ্ধার করা কালে ওই যুবতীর পরনে ছিল জিন্স প্যান ও টি-শার্ট। তবে প্রাথমিকভাবে এ যুবতীর কোন পরিচয় পাইনি পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাড়কর ফৌজদারহাট বাইপাস সড়কের পাশে বিআইটিআইডি হাসপাতাল। হাসপাতালের ভবন ও বাউন্ডারীর মাঝে খালি জায়গা রয়েছে ৩০ ফুটের মতা। হাসপাতাল ভাউন্ডারী ভিতর ওই খালি জায়গাতে কোন মানুষের যাতায়াত নাই বললে চলে। শুক্রবার দুপুর হাসপাতালের নার্সরা মাটিতে পুঁতে থাকা একটি হাত দেখতে পায়। কাছে গিয়ে দেখতে পায় একটি মরদেহ মাটিতে পুঁতে আছে । বিষয়টি হাসপাতাল কর্তপক্ষ পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সুরতহাল রিপোর্টের পর মরদেহটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ফৌজদারহাট পুলিশ ফঁাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সামিউর রহমান বলেন, নৃ-গাষ্ঠীর ওই যুবতী নারীক হত্যার কর মাটিত পুঁতে রাখা হয়েছিলা। গলায় আঘাতের চিহ্ন রয়েছে । ধারণা করা হচ্ছে হত্যার পর লাশ মাটিতে পুঁতে রেখে পালিয়ে যায় হত্যাকারীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *