সংবাদ শিরোনাম
Home / গ্রাম-গঞ্জ / মামারে মামা – মোস্তফা নূর

মামারে মামা – মোস্তফা নূর

FB_IMG_1499367301703~3মোস্তফা নূর ৪ জুলাই (সীতাকুণ্ড টাইমস)

বেরুচ্ছি তো থেমে গেলাম মামা
লগি-বৈঠার নঔকাগুলো নামা।
মুরাদপুরে আগ্রাবাদে দেখি
খরস্রোতা নদীর মতো একি!
তাল মিলিয়ে বইছে স্রোত ধারা
কৃতিত্বটা করছে দাবী কারা।
কারা আমার শহরটাকে খায়
ফুটপাত কি নালার দিকে চায়।
মামারে মামা শোনরে মামা গান
স্বাধীনতা পাইতে গেছে জান।
উন্নয়নে লাগেনা আর ভোট
ভ্যাটের ভাড়ে রাখো ঘামের নোট।
দশ টাকাতে খাচ্ছে লোকে চাল
আস্ত খাসা কথার বড় গাল।
ওই গালটা ঘসলে পাবে রুপি
শাহবাগের নষ্টতেলে কুপি।
ভাজা মাছটি উল্টে খেতে হয়
এই কথাটি গুরুজনরা কয়।
মিছিলে আয় দাবীর কথা বলি
অধিকারের পক্ষে চল্ চলি।
চলরে মামা ঐক্যে গড়ি ভিত
এবার হবে মানবতার জিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *