সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় সার্জেন্ট কবির নিহত ঃ আহত ৫

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় সার্জেন্ট কবির নিহত ঃ আহত ৫

IMG00145সাইফুল মাহমুদ,২৬জানুয়ারী(সীতাকুণ্ড টাইমস)-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় কবির হোসেন (৩৬) নামে এক পুলিশ সার্জেন্ট নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে প্রিকআপ ভ্যানের চালক ও পুলিশ কনস্টেবলসহ ৫জন। সোমবার ভোরে উপজেলার ফৌজদারহাটস্থ ওভারব্রীজ ফকিরহাট এলাকায় এ দূর্ঘটনার ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত কবির হোসেন ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আহম্মদ নগর ইউপির হিরাপুর এলাকার মৃত আবদুল খালেকের পুত্র বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, কুয়াশা আছন্ন ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল দেওয়ার সময় পুলিশের পিকআপ ভ্যানটি ফকিরহাট ওভারব্রীজ এলাকা অতিক্রমকালে মহাসড়কের পাশে দাঁড়ানো একটি পণ্যবাহি কাভার্ড ভ্যানে সজোরে ধাক্কা দেয়। এতে তাদের বহনকারী প্রিকআপ ভ্যানের সামনের অংশ দুঁমড়ে-মুঁচড়ে ঘটনাস্থলেই পুলিশ সার্জেন্ট কবির হোসেন নিহত হয়। দূর্ঘটনায় গুরুতরভাবে আহত হয় পুলিশ কনস্টেবল রাজু আহম্মেদ,সঞ্জিত,আলী আহম্মদ,সিন্ধু চাকমা ও প্রিকআপ ভ্যানের চালক রফিকুল। দূর্ঘটনা পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরন করেন।
বার আউলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ জাকির হোসেন বলেন,“মহাসড়কে টহলের সময় প্রিকআপ ভ্যানটি রাস্তার পাশে দাড়ানো কাভার্ডভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলে সার্জেন্ট কবির হোসেন নিহত হয়। দুর্ঘটনা পরবর্তীতে দামপাড়া পুলিশ লাইন ও ফৌজদারহাট পুলিম ফাঁড়িতে জানাযা শেষে সীতাকুন্ড মডেল থানা চত্তরে বিশাল জানাযা অনুষ্টিত হয় । জানাযায় অংশ গ্রহণ করেন চট্টগ্রাম ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম,উপজেলা নির্বাহী অফিসার মু:শাহীন ইমরান, সহকারী পুলিশ সুপার (মডেল থানা) সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সার্কেল মো: সালাউদ্দিন সিকদার, অফিসার ইনচার্জ ইফতেখার হাসান, ওসি তদন্ত মো: কামাল হোসেন, উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম জানাযার ইমামতি ও মুনাজাত করেন করেন ।জানাজা শেষে নিহতের লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *