সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুণ্ডে ৩টি কার্ভাডভ্যান ও ট্রাকে আগুন : ১০টি ভাঙচুর

সীতাকুণ্ডে ৩টি কার্ভাডভ্যান ও ট্রাকে আগুন : ১০টি ভাঙচুর

সাইফুল ইসলাম,২৩ডিসেম্বর(সীতাকুন্ড টাইমস ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফকিরহাটে ৩টি পণ্যবাহী গাড়িতে আগুন দিয়েছে অবরোধকারীরা। এছাড়া ছোট কুমিরা এলাকায় অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
রোববার রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে।
জানা গেছে, অবরোধের দ্বিতীয় দিনে সারাদিন চট্টগ্রামে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও রাতে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, রাত ১০টা থেকে মহাসড়কে যানচলাচল শুরু হলে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে শত শত ট্রাক ও কাভার্ডভ্যান পুলিশ প্রহরায় চালিয়ে নেওয়ার সময় সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ডের ফকিরহাট (ইক্যুপার্ক গেইট) এলাকায় অবরোধকারীরা ২টি ট্রাক ও ১টি কাভার্ডভ্যানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

একই সময় ছোট কুমিরা এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা অন্তত ১০টি বিভিন্ন গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে অবরোধকারীরা।

ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, ফকিরহাট এলাকায় দুবৃর্ত্তরা ২টি গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়েছি। সীতাকুণ্ড স্টেশন থেকে একটি ইউনিট গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ওসি জাকির আহমেদ বলেন, আমি ফৌজদারহাট এলাকায় অবস্থান করছি। কিন্তু আগুন দেওয়ার কোনো খবর পাইনি। তিনি জানান, মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *