সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারী উদযাপন

সীতাকুন্ডে যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারী উদযাপন

কাইয়ুম চৌধুরী,২২ফেব্রুয়ারী(সীতাকুন্ড টাইমস ডটকম)-
মহান ভাষা দিবস উপলক্ষে সীতাকু- উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয়পাটিসহ সকল রাজনৈতিক সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেছে। ২০ ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা আওয়ামীরীগের সভাপতি এবিএম আবুল কাসেম সাবেক এমপি’র নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, ইউএনও মুহম্মদ শাহীন ইমরান, উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহ শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পর পুষ্পস্তবক অর্পন করেন সীতাকু- প্রেসক্লাব নেতৃবৃন্দ। এসময় আরো যারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, উপজেলা ও পৌর ছাত্রলীগ, উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগ, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগ, জাসদ উপজেলা শাখা, বাসদ উপজেলা শাখা, মেঘমল্লার খেলাঘর আসর সীতাকু- শাখা ও বিভিন্ন সামাজিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ প্রমুখ।
উপজেলা আওয়ামীলীগঃ সীতাকু- উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম আবুল কাসেম সাবেক এমপি’র নেতৃত্বে সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জেলা যুবলীগের সভাপতি এসএম আল মামুন, ভাইস চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন ছাবেরী, থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আ. ম. ম. দিলশাদ, পৌর আওয়ামীলীগ নেতা সিরাজুদ্দৌলা ছুট্টু, এজেএম হোসেন ভূঁইয়া লিটন, চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, রেজাউল করিম বাহার, রেহান উদ্দিন রেহান, শওকত আলী জাহাঙ্গীর, তাজুল ইসলাম নিজামী, জাহেদ হোসেন নিজামী, স্বেচ্ছাসেবক নেতা মোঃ সাহাব উদ্দিন, এসএম আশেক মাহমুদ মামুন, যুবলীগ নেতা রবিউল হোসেন রবি, ছাত্রলীগ নেতা ফারুক চৌধুরী, তরিকুল ইসলাম, মোঃ সোহেলসহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উপজেলা পরিষদ ঃ সীতাকু- উপজেলা পরিষদের উদ্যোগে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন শেষে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, নির্বাহী অফিসার মুহম্মদ শাহীন ইমরান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম, এ এসপি সার্কেল মোঃ সালাউদ্দিন, এএসপি (মডেল) সাইফুল ইসলাম, মডেল থানা অফিসার ইনচার্জ ইফতেখর হাসান, শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন প্রমূখ।
উপজেলা বিএনপি ঃ আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সীতাকু- উপজেলা,পৌরসভা বিএনপির ও সহযোগী সংগঠনের যৌথ উদ্দ্যোগে শহীদ ভাষাসৈনিক দের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা উপজেলা বিএনপির আহবায়ক ইউনুছ চৌধুরীর সভাপতিত্বে গত ২১ ফেব্রুয়ারী সীতাকু- উত্তরবাজারে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসলাম চৌধুরী এফসিএ। তিনি বলেন, ৫২ সালে মাতৃভাষা বাংলার জন্য যেভাবে আন্দোলনের মাধ্যমে দাবী আদায়ে সক্ষম হয়েছে জাতি। ২০১৪ সালে মাতৃভূমি ও গণতন্ত্রকে রক্ষা করতে আবারো ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করবে সমগ্র জাতি। দেশের বর্তমান পরিস্থিতি সংকট পূর্ণময়। দেশের মানুষের মৌলিক অধিকার গণতন্ত্র,স্বাধীনতা,র্স্বাভৌমত্ব,বিচার বিভাগে সরকারী হস্তক্ষেপ,সরকারি সন্ত্রাসের মাধ্যমে দেশ পরিচালনা করে পূর্নরায় বাকশালী প্রতিষ্ঠা করে বিদেশী প্রভূদের গোলামী করার জন্য যে ষড়যন্ত্র বতর্মান সরকার করছে তা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিহত করার আহবান জানান।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ নিজামীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকদল সভাপতি ইসহাক কাদের চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী সুজা উদ্দিন,পৌর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক দিদারুল ইসলাম মাহমুদ, জসিম উদ্দিন চৌধুরী,তফাজ্জল আহমেদ,জহুরুল আলম জহুর, উত্তর জেলা যুবদল সভাপতি কাজী সালাহউদ্দিন, কামাল উদ্দিন চৌধুরী,বিএনপি নেতা ইকবাল হোসেন,আবুল কালাম চৌং,আবুল কাশেম,ডাঃ কমল কদর,আবুল বশর ভুইয়া,শামসুল আলম আজাদ,মুক্তিযুদ্ধা আবুল মনচুর, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার চৌধুরী নেলী, এড. নাছিমা আক্তার, জেলা মহিলাদল নেত্রী নার্গিস আক্তার, কাউন্সিলর মাসুদা বেগম, মোজাহের উদ্দিন আশরাফ, মুক্তিযুদ্ধা মোহরম আলী, আবুল কালাম আজাদ, বদিউল আলম বদরুল, এটিএম সাইফুদ্দিন শাহীন, শামসুদৌহা, রবিউল হক, মোঃ জাহাঙ্গীর, আনোয়ারুল আজম মুকুল,সালামত উল্লাহ,মোস্তাফিজুর রহমান হিরু,জসিম উদ্দিন মাস্টার,আলাউদ্দিন মাসুম,উপজেলা যুবদল সভাপতি ফজলুল করিম চৌং,সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন রাজু,পৌর যুবদল সভাপতি কাউন্সিলর সেলিম উদ্দিন,সাধারণ সম্পাদক সদ্যকারামুক্ত আবু সিদ্দিক বাল্লাহ,মিনহাজ উদ্দিন,স্বেচ্চাসেবক দল সভাপতি গোলাম সরোয়ার চৌং,সাধারণ সম্পাদক সোলাইমান রাজ,ছাত্রদল সভাপতি আরঙ্গজেব মোস্তফা,বখতিয়ার উদ্দিন প্রমূখ। আলোচনা সভা শেষে সকল নেতৃবৃন্দ উপজেলাস্থ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদঃ মহান ভাষা দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর উদ্যেগে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন, ভারপ্রাপ্ত কমান্ডার আলিম উল্লাহ, সাংগঠনিক কমান্ডার সরওয়ার কামাল লাতু, সহকারী কমান্ডার হাবিবুর রহমান, নুর মোস্তফা, মোঃ কামাল উদ্দিন, আবু তাহের, মাখন লাল নাথ, সদস্য ওবায়দুল হক, মোঃ সোলেমান, মাহবুবুল হকসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ।
সীতাকু- প্রেস ক্লাবঃ মহান ভাষা দিবস উপলক্ষে সীতাকু- প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন, সীতাকু- প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, সহ-সভাপতি কাইয়ুম চৌধুরী, সেক্রেটারী জাহাঙ্গীর আলম আলম বিএসসি, সাবেক সভাপতি এম. হেদায়েত, সাংবাদিক এম সেকান্দর হোসাইন, জহিরুল ইসলাম, লিটন কুমার চৌধুরী, সৌমিত্র চক্রবর্তী, শেখ সালাউদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ আল ফারুক, কৃষ্ণ চন্দ্র দাশ, সুজয় ভৌমিক, খোরশেদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তাছাড়া সীতাকু- মহিলা কলেজ ও বালিকা উচ্চ বিদ্যালয়, সীতাকু- ডিগ্রী কলেজ, সীতাকু- সরকারী হাইস্কুল, পন্থিছিলা উচ্চ বিদ্যালয়, বাড়বকু- উচ্চ বিদ্যালয়, আলোর দিশারীসহ বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলেজ, সামাজিক সংগঠন যথাযথ মর্যাদায় নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *