সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে হরতালের ২য় দিনেও জামায়াত পুলিশ সংঘর্ষ ঃ শিবির নেতা আহত

সীতাকুন্ডে হরতালের ২য় দিনেও জামায়াত পুলিশ সংঘর্ষ ঃ শিবির নেতা আহত

hartal-pic-19-timesনিজস্ব প্রতিবেদক,১৯ সেপ্টেম্বর(সীতাকুন্ড টাইমস ডটকম)-
জামায়াতের ডাকা হরতালের ২য় দিনেও সীতাকুন্ড জামায়াত কর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ও বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক গাড়ি ভাঙচুর ও দুটি ট্রাকে অগ্নিসংযোগ করে। উপজেলা প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় বিজিবি মোতায়েন করেছে। বেলা সাড়ে ১২টায় হরতালের সমর্থনে পৌরসদরে জামায়াত-শিবিরকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে ৪টি সিএনজি অটোরিক্সা ভাঙচুর করে। এসময় পুলিশ তাদের ধাওয়া করলে পুলিশকে লক্ষ্য দুইটি ককটেল ও বেশকিছু কাঁচের বোতল ছোড়ে মারলে পুলিশ পিছু হটে যায়। সকাল ১০টায় ফৌজদারহাট, ১১টায় কুমিরা ও বাড়বকু- এলাকায় হরতালের সমর্থনে শিবিরকর্মীরা বিক্ষোভ মিছিল করে মহাসড়ক অবরোধ করে। বিকেল ৩টায় কুমিরা এলাকায় ২০টি কাভার্টভ্যান ও ট্রাক ভাঙচুর করে। এদিকে বুধবার রাত ১১টায় উপজেলার এসকেএম জুুটমিল ও শুকলালহাটে ২টি ট্রাকে অগ্নিসংযোগ এবং বাড়বকু- ও কুমিরা এলাকায় প্রায় শতাধিক গাড়ি ভাঙচুর করে। প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় উপজেলা জুড়ে বিজিবি মোতায়েন করেছে।
এদিকে হরতাল প্রতিহত করতে না পেরে সীতাকুন্ড পৌরসদরের চৌধুরী পাড়া গ্রামে শিবির নেতা নিজাম উদ্দিনের উপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা বেশকয়েকটি ককটেল নিক্ষেপ করে। শিবির নেতা কুতুব উদ্দিন শিবলী জানায় সীতাকুন্ডে এক কাউন্সিলরের ইঙ্গিতে শিবির নেতার উপর হামলা হয়েছে। তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *