সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ড জামায়াত-বিএনপি সন্দেহে গ্রেফতার ৩০ ঃ থানা চত্বরে স্বজনদের কান্না

সীতাকুন্ড জামায়াত-বিএনপি সন্দেহে গ্রেফতার ৩০ ঃ থানা চত্বরে স্বজনদের কান্না

Sitakund thanaনিজস্ব প্রতিবেদক,২৪সেপ্টেম্বর(সীতাক্ন্ডু টাইমস ডটকম)-
সীতাকুন্ড উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাতে জামাত-বিএনপির কর্মীসহ ৩০জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ সেপ্টেম্বর বুধবার সকালে আটককৃতদের ছোট ছোট ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন থানার আশপাশে তাদের দেখার জন্য অপেক্ষা করছে। এসময় আছিয়া খাতুন নামে এক বৃদ্ধা মা কান্না করতে করতে বলেন, আমার ছেলের নামে থানায় কোন মামলা নেই। তবুও পুলিশ তাকে ধরে এনে মামলা দিয়ে কোর্টে প্রেরন করছে। তার ছেলে রং মিস্ত্রীর কাজ করে সংসারের খরচ চালাত। শুধু আছিয়া খাতুন নয় থানা চত্বরে এরকম অনেকেই কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়। গ্রেফতার কৃতদের মধ্যে বেশির ভাগই থানার এজাহার ভূক্ত আসামী না হলেও পুলিশ তাদের কয়েকটি মামলা দিয়ে কোর্টে প্রেরন করছে বলে অভিভাবকদের অভিযোগ। আটককৃতরা হলো- মাহমুদাবাদ এলাকার নুর হোসেন(৩৫), আমিরাবাদ এলাকার মোঃ আকবর(২৭), রং মিস্ত্রী রেজাউল(১৮), রাজমিস্ত্রী আবুল কালাম(২২), কৃষক মজিদ হোসেন(২০), ব্যবসায়ী নুর হোসেন(৩২), রং মিস্ত্রী নুরুল হক(২০), মোঃ রাজীব(২১), রাজমিস্ত্রী সাজ্জাদ, রাজমিস্ত্রী হেলফার রাব্বি, মিনহাজ উদ্দিন, শফি উদ্দীন(৬০),কুমিরার রাশেদ, সামসুল আলম, মোঃ রাজু(২৪), মোঃ রফিক(৫৫), ফারুক(৩০), পারভেজ, শেখ ফরিদ, দেলোয়ার হোসেন ও বিএনপি-জামায়াতসহ ৩০জন। সীতাকুন্ড মডেল থানার ডিউটি অফিসার এএসআই কামাল জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ী ভাংচুর ও পুড়ানোর অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাদেরকে কোর্টে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *