সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / স্বামী কেশবানন্দ গিরির মহাপ্রয়ানে সীতাকুন্ড শংকর মঠ ও মিশনে গীতাযজ্ঞের আয়োজন

স্বামী কেশবানন্দ গিরির মহাপ্রয়ানে সীতাকুন্ড শংকর মঠ ও মিশনে গীতাযজ্ঞের আয়োজন

সবুজ শর্মা,১০এপ্রিল (সীতাকুন্ড টাইমস ডটকম)-
শ্রীমৎ স্বামী কেশবানন্দ গিরি মহারাজের মহাপ্রয়ান উপলক্ষ্যে সীতাকু- শংকর মঠ ও মিশনের উদ্যোগে গীতাযজ্ঞের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় মঠ প্রাঙ্গনে স্বামী মুক্তানন্দ গিরি মহারাজের পৌরহিত্য এ গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী আত্মানন্দ গিরি,স্বামী হরিকৃপানন্দ গিরি,শ্রীমৎ তাপসানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ পরিতোষানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ বিমলানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ ব্রজানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ বিভীষণ ব্রহ্মচারীসহ অন্যান্য মহাত্মা মহারাজবৃন্দ। এসময় প্রয়াত কেশবানন্দ গিরি মহারাজের আত্মার শান্তি কামনায় চন্ডিপাঠ ও যজ্ঞসহ নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বামী কেশবানন্দ গিরি মহারাজ ২৯ মার্চ শনিবার রাত ৯টা ৩০ মিনিটে প্রায় ৭৫ বছর বয়সে ইহধামের মায়া কাটিয়ে পরলোক গমন করেন। মৃত্যুর আগে তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। স্বামী কেশবানন্দ ১৯৭৮ সালে গৃহত্যাগের পর শংকর মঠ ও মিশনে এসে চতুর্থ আর্চায্যদেব শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের কাছ থেকে দীক্ষা গ্রহনের মাধ্যমে সন্নাস ধর্ম গ্রহন করেন। প্রয়াত কেশবানন্দ নরসিংদী জেলার রায়পুর থানার হাসিমপুর গ্রামের সভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *