মামুনুর রশীদ,সীতাকুণ্ড টাইমসঃ
সীতাকুন্ডের ভাটিয়ারীর খাদেম পাড়ায় ব্যপক হারে পুদিনার চাষাবাদ হয়েছে। সারা বছর চাহিদা থাকলেও রমজান আসলে যেনো কয়েক গুন বেড়ে যায় ভেষজ গুনে ভরা পুদিনার চহিদা।তাই কৃষকরা এখন মাঠে মাঠে পুদিনা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। উল্লেখ্য সল্প খরচে অধিক লাভবান হওয়ায় কৃষকরা বানিজ্যিক ভাবে চাষাবাদ শুরু করেছে। অনেক কৃষক পুদিনার চাষ করে ব্যপক সফলতা লাভ করেছেন।
খাদেম পাড়া এলাকার ফরিদুল আলমের ছেলে রিপনের সাথে কথা বলে জানাগেল তিনি শীপ ইয়ার্ডে লোহার ব্যবসার সাথে জড়িত তিনি লোহার ব্যবসার পাশাপাশি পৈত্রিক সুত্রে পাওয়া জমিতে মেধা এবং শ্রম দিয়ে প্রায় লক্ষাধিক টাকা খরচ করে ৮০শতক জায়গায় পুদিনার চাষ করেছেন। সবকিছু ঠিক থাকলে প্রাকৃতিক কোন বিরুপ না থাকলে তিনি ব্যপক মুনাফা আশা করছেন ।তার চাষ করা পুদিনার বর্তমান বজার মুল্য প্রায় ৪/৫লাখ টাকা হবে বলে জানিয়েছেন তিনি।