সীতাকুণ্ড টাইমস ডেস্ক ঃ
সীতাকুণ্ডে এক হাজার ৯ শত পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার ১৮ জানুয়ারী বিকাল ৫ টার সময় এসআই আদম আলী এবং এসআই মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশ উপজেলার সোনাইছড়ির পাক্কা মসজিদ এলাকায় ঢাকামূখী তিশা পরিবহন বাসে তল্লাসী চালিয়ে মোঃ জসিম উদ্দিন (৩৫) এবং মোঃ সজিব (২৪) নামের দুইজনকে আটক করে। তাদের শরীর তল্লাসী করে এক হাজার ৯ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ইয়াবার মুল্য ৫ লক্ষ ৮০ হাজার টাকা। আটক জসিমের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার পাহাড়পুর এলাকার ফকির বাজার গ্রামের আমির আলীর পুত্র। এবং সজিবের বাড়ী বরিশাল জেলার বাখের গঞ্জ থানার বুয়ালিয়া বাজার এলাকার কাঞ্চন গাজির পুত্র। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
