সংবাদ শিরোনাম
Home / ইউনিয়ন সংবাদ / ঈদে কুমিরা-গুপ্তছড়া ফেরিঘাটে যাত্রী পারাপারে বিশেষ ব্যবস্হা

ঈদে কুমিরা-গুপ্তছড়া ফেরিঘাটে যাত্রী পারাপারে বিশেষ ব্যবস্হা

নজরুল ইসলাম সাকিব::
আসন্ন ঈদকে সামনে রেখে সীতাকুণ্ডের কুমিরা ও সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে যাত্রী পারাপারে বিশেষ ব্যবস্থা চালু করেছে ইজারদার কর্তৃপক্ষ। ঈদে
দ্বীপাঞ্চল সন্দ্বীপের যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তারা জানায় । বর্তমান ইজারদার এস. এম আনোয়ার চেয়ারম্যান বলেন, ‘জেলা পরিষদের মালাকানাধীন কুমিরা-গুপ্তছড়া ঘাট। এ ঘাট দিয়ে পবিত্র ঈদে নিরাপদে যাত্রী পারাপারের জন্য প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করেছি। দুই পারে নিরাপদে যাত্রী পারাপারের বিষয়টি সুষ্ঠুভাবে তদারকি করার জন্যে আমাদের নিজস্ব তদারকি টিম রয়েছে।’ তিনি আরো বলেন, কুমিরা-গুপ্তছড়া ফেরিঘাট সন্দীপবাসীর পারাপারের অন্যতম ঘাট। আমি দিন দিন চেষ্টা করছি সন্দীপ ও সীতাকুণ্ড তথা
চট্টগ্রাম শহরের সাথে অন্যতম যোগাযোগস্থল কুমিরা -গুপ্তচড়া চ্যানেলকে খুব সহজতম করার, যাতে মানুষ আরো কম খরচে ও নিরাপদে পারাপার করতে পারে।
কুমিরা ফেরিঘাটে দায়িত্বরত ইজারদার জগলুল
হোসেন নয়ন প্রতিবেদক কে জানায়, ঈদুল ফিতরে যাত্রী পারাপারে যাতে নির্বিঘ্ন হয় সেজন্য কুমিরা ঘাটে বিশেষ কন্ট্রোল রোম খোলা হয়েছে। এই কন্ট্রোল রোমে যাত্রীদের কোন অসুবিধা দেখা দিলে সাথে
সাথে কন্ট্রোল রোমে যোগাযোগ করে তার প্রতিকার পেতে পারবে। এছাড়া সাগরে নিরাপত্তা তদারকির জন্যে সার্বক্ষণিক সাগরে টহল বোট নিয়োজিত
রয়েছে। এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, টিকিট
কাউন্টারে দায়িত্বরত সুজন ও মিঠু সন্দীপ পারাপারে যাত্রীদের কাছে টিকেট বিক্রিতে ব্যস্ত সময় পার করছে। তারা জানায়, এখানে ঈদ টিকিটের কোন কালোবাজারি নেই, যাত্রী পারাপারের টিকিট আমাদের কাউন্টারে এসেই সংগ্রহ করতে হয়। আমাদের টিকিটের কোন ঘাটতি নেই। কাউন্টার ছাড়া অন্য কোথাও টিকিট পাওয়া যাবে না। কুমিরা ঘাট ম্যানেজার সেলিম বলেন, যাত্রী পারাপারে যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতির না ঘটে তাই সর্বদা টহল পুলিশ রাখা হয়েছে। কুমিরা ফেরিঘাটে ৮টি স্পিড বোট ও ৪টি সার্ভিস বোট বা মাল বোট রয়েছে যেগুলো সর্বদা যাত্রী ও পন্য পরিবহন সেবায় নিয়োজিত। তিনি আরো বলেন, টিকিটের মূল্য আগের ইজারাদার যেখানে স্পিড বোটে ভাড়া ৪০০ টাকা
রেখেছে, এখন ভাড়া ১০০ টাকা কমিয়ে ৩০০ টাকা
করা হয়েছে। যা অনেকদিন ধরে কার্যকর রয়েছে। কুমিরা-গুপ্তছড়া ঘাটে পর্যাপ্ত লাইফ জ্যাকেট রয়েছে। কোন যাত্রীকে লাইফ জ্যাকেট পরানো ছাড়া বোটে উঠতে দেয়া হয়না ।এছাড়া যাত্রী পারাপারে কোন প্রকার অসুবিধা দেখা দিলে তা মোকাবিলা করার জন্যে ১৬ সদস্যের উদ্ধার কর্মী টিম রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *