সংবাদ শিরোনাম
Home / গ্রাম-গঞ্জ / প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় সীতাকুণ্ডে মোট শিক্ষার্থী ৯০২৯ জন

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় সীতাকুণ্ডে মোট শিক্ষার্থী ৯০২৯ জন

কামরুল ইসলাম দুলু,২০ নভেম্বর(সীতাকুণ্ড টাইমস)
আজ রবিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা। একই দিন থেকে শুরু হচ্ছে, ইবতেদায়ি শিক্ষা
সমাপনী পরীক্ষা। এই বছর সারাদেশে ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে তার মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন,ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় শিক্ষার্থী সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৭১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এবার চট্টগ্রাম বিভাগে মোট ১ লাখ ৮১ শিক্ষার্থী অংশগ্রহণ করছে। মোট ছয়টি বিষয়ে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষা শেষ হবে ২৭ শে নভেম্বর। সীতাকুণ্ড উপজেলায় এবার প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা মোট শিক্ষার্থী সংখ্যা ৯০২৯ জন।  তার মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ৮২০৬ এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ৮২৩। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুচ্ছাফা জানান, সীতাকুণ্ড উপজেলায় এবার পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে। সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মোট ১২ টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।  প্রতিবন্দী শিক্ষার্থীদের জন্য ২০ মিনিট সময় বেশি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *