সংবাদ শিরোনাম
Home / বিনোদন / বাড়বকুন্ডে স্বামীকে ফেরত চেয়ে স্ত্রীর মামলা

বাড়বকুন্ডে স্বামীকে ফেরত চেয়ে স্ত্রীর মামলা

Sitakund wife odhao Photo
নির্দেশ বড়ুয়া,২৯আগষ্ট(সীতাকুন্ড টাইমস ডটকম)- সীতাকুন্ডে স্ত্রী ও ২সন্তানকে রেখে পরকীয়ার হাত ধরে পালিয়ে যাওয়া স্বামীকে ফেরত চেয়ে সীতাকুন্ড মডেল থানায় মামলা করেছে ১ম স্ত্রী। দীর্ঘ একমাস পর সামাজিক ভাবে বিচার না পেয়ে অবশেষে সীতাকুন্ড মডেল থানায় মামলা দায়ের করেছে স্ত্রী। স্থানীয় সূত্রে জানাযায় সীতাকু- উপজেলার বাড়বকু-ে দুই সন্তানের জননীকে নিয়ে পালিয়ে গেছে দুই সন্তানের জনক। বিষয়টিকে নিয়ে এলাকায় সর্ব মহলে কৌতুহলের সৃষ্টি হয়েছে। সীতাকু- মডেল থানায় মুন্নি আখতারের করা অভিযোগ সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের পূর্বে ০৬/০৭/১৩ইং মঙ্গলবার বাড়বকু-ের উত্তর দাড়ালিয়া পাড়া ফকিরমিস্ত্রির বাড়ীর মোঃ জামাল উদ্দিন তার বিবাহিত স্ত্রী মুন্নি আক্তার, এক কন্যা ও এক পুত্র সন্তানকে ফেলে একই এলাকাধীন ভূলাইপাড়া গ্রামের নুরুল আলমের স্ত্রী ও দুই সন্তানের জননী রোকেয়া বেগমকে নিয়ে পালিয়ে যায়। জামাল উদ্দিন অন্যের স্ত্রীকে নিয়ে পালাবার সময় শ্বাশুড়বাড়ী থেকে তার স্ত্রীকে দেওয়া ১ ভরি স্বর্নের গহনাসহ নিয়ে যায়। এই অবস্থায় স্বামী জামাল উদ্দিন পরকীয়ার প্রেমের সূত্র ধরে রোকেয়াকে নিয়ে পালিয়ে গেলে মুন্নি আক্তার তার অবুঝ দুটি সন্তানকে স্বামীকে ফিরে পেতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। স্বামীর সন্ধানে স্থানীয় ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজীকে বিষয়টি জানালে তিনি মুন্নিকে আইনের আশ্রয় নিতে বলেন। মুন্নি আক্তার নুরুল আমিনের স্ত্রী রোকেয়াকে এবং তার স্বামীর ছোট ভাই রহুল আমিনকে বাদী করে সীতাকু- থানায় ২৯/৮/১৩ইং একটি লিখিত অভিযোগ দায়ের করে। মুন্নি আক্তার জানান, ২০০৩ সালে এক লক্ষ টাকার দেনমোহরে ইসলামী শরীয়াহ মোতাবেক জামাল উদ্দিনের সাথে তার বিয়ে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *