সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / বড়দারোগারহাট বাজারে ইফতার কেনার সময় জামায়াতকর্মীকে কুপিয়ে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা ঃ প্রতিবাদে গাড়িতে আগুন ভাংচুর,পুলিশের গুলি

বড়দারোগারহাট বাজারে ইফতার কেনার সময় জামায়াতকর্মীকে কুপিয়ে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা ঃ প্রতিবাদে গাড়িতে আগুন ভাংচুর,পুলিশের গুলি

নিজস্ব প্রতিবেদক,৭আগষ্ট(সীতাকুন্ড টাইমস ডটকম)-সীতাকুন্ডে ইফতারের আগ মুহুর্তে ইফতার কেনার জন্য বাজারে আসলে এসময় ওঁতপেতে থাকা স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা উপুর্যপরি কুপিয়ে হত্যা করেছে এক জামায়াত কর্মীকে। স্থানীয় সূত্রে জানাযায় ৭আগষ্ট সন্ধ্যা ৬টার সময় বড়দারোগারহাট বাজারে জামায়াত কর্মী আব্দুল্লাহ আল রাসেল বাবু (২৮) ইফতার কিনতে আসে চায়ের দোকানে । এসময় স্থানীয় আওয়ামী সন্ত্রাসী ইসলাম ও রনি গ্রুপের নেতৃত্বে রামদা১০/১২জন সন্ত্রাসী রামদা ও কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে বাবুকে। এসময় সন্ত্রাসীদের ভয়ে বাজারের কেউ বাঁচাতে সাহস করেনি। সন্ত্রাসীরা বাবুকে মৃত্যু নিশ্চিত জানার পর একটি সিএনজি অটোরিক্সায় তুলে দিয়ে সীতাকুন্ডের দিকে পাঠিয়ে দেয়। এসময় জামায়াত কর্মীরা খবর পেয়ে চমেক হাসপাতলে নিয়ে যায়। চমেক হাসপাতালে নেওয়ারপর বাবু মারা যায় বলে জামায়াত নেতারা জানান। বাবু উত্তর ফেদাইনগর গ্রামের নুরুল আলম এর পুত্র।
এদিকে বাবুর মৃত্যুর খবরে সীতাকুন্ড পৌরসদরে ক্ষুব্দ জামায়াত শিবিরের কর্মীরা মিছিল করেছে এবং বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। স্থানীয়রা জানায় এসময় কয়েকটি সিএনজিতে আগুন লাগিয়ে দিলে মুহুর্তেই পুরো ঈদ মার্কেট বন্ধ হয়ে যায়। মানুষ আটকে পড়ে মার্কেট গুলোতে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করার চেষ্টা করছে। জামায়াত নেতারা অভিযোগ করেছে পুলিশের গুলিতে সীতাকুন্ড বাজারে জামায়াত কর্মী পারভেজ,লিটন গুলিবিদ্ধ হয়েছে। সীতাকুন্ড উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ তাহের জানায় কোন কারণ ছাড়ায় আওয়ামী সন্ত্রাসী ইসলাম ও রনি গ্রুফের নেতৃত্বে বড়দারোগার হাট বাজারে ইফতারের আগ মুহুর্তে জামায়াত কর্মী বাবুকে কুপিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। তিনি পবিত্র রমাজানে রোজাদার জামাত কর্র্মীকে হত্যার তীব্র প্রতিবাদ জানায়। তিনি পুলিশ প্রশাসনকে উদ্দেশ্যে করে বলেন এসব অস্ত্রধারী খুনী সন্ত্রাসীদের গ্রেফতার না করলে সীতাকুন্ডের তৌহিদী জনতা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে। এদিকে জামায়াত শিবিরের কর্মীরা বাড়বকুন্ড কুমিরা,ফেৌজদারহাটে রোড ব্যরিকেড দেয় হত্যার প্রতিবাদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *