সংবাদ শিরোনাম
Home / জাতীয় / শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ চাকরির মেয়াদ পর্যন্ত

শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ চাকরির মেয়াদ পর্যন্ত

৩০ জুন (সীতাকুন্ড টাইমস ডটকম)- ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন’ সনদের মেয়াদ ৫ বছরের পরিবর্তে চাকরির মেয়াদ থাকা পর্যন্ত বহাল থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ জাতীয় সংসদে ক্ষমতাসীন দলের নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, গত ১৩ জুন এ বিষয়ে প্রজ্ঞাপনও প্রকাশ করা হয়েছে। এছাড়া সরকার বেসরকারি শিক্ষক নিয়োগে পরীক্ষা গ্রহণ, নিবন্ধন ও প্রত্যয়ন বিধিমালা-২০০৬ সংশোধন করে নিবন্ধন সনদের পাঁচ বছরের মেয়াদ বিলুপ্ত করেছে বলে শিক্ষামন্ত্রী জানান।
এসময় নাহিদ বলেন, এনটিআরসিএ কর্তৃপক্ষ এর আগে যাদের প্রত্যয়নপত্র দিয়েছে, তাদের ক্ষেত্রেও এ আদেশ কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *