সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুণ্ড সরকারী স্কুলের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে রুবাইতুল মোস্তারী নিলা

সীতাকুণ্ড সরকারী স্কুলের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে রুবাইতুল মোস্তারী নিলা

DSC01104নিজস্ব প্রতিবেদক,২৯ডিসেম্বর(সীতাকুন্ড টাইমস)-
সীতাকুন্ড সরাকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীর ভর্তি পরীক্ষায় ১ম হয়েছে সীতাকুণ্ড থানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী রুবাইতুল মোস্তারী নিলা। ১০০ নম্বরের এই পরীক্ষায় সে ৯৫ নম্বর পেয়ে অর্ধ হাজার ছাত্র-ছাত্রীর মধ্যে ১ম হওয়ার গৌরব অর্জন করেছে। স্কুলের সিনিয়র শিক্ষক দীপক সাহা জানান মোট পরীক্ষায় অংশগ্রহন করেন ৫০৫জন ছাত্র-ছাত্রী। তার মধ্যে ১৬০জন পাশ করেছে। বাকী কয়েকজন অপেক্ষমান আছে বলে জানান তিনি।

পরীক্ষায় প্রথম হওয়া ছাত্রী নিলা জানান সে সীতাকুন্ড গার্লস উচ্চ বিদ্যালয়েও ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার প্রিয় স্কুল হচ্ছে সীতাকুণ্ড গালর্স স্কুল। সে ঐ স্কুলেই ভর্তি হওয়ার কথা জানিয়েছে।

নিলার বাবা নুরুল আমিন জাফর নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মা ছালেহা বেগম যুবাইদিয়া ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসার বিপিএড শিক্ষক। নিলার বাড়ি ছোট দারোগার হাট বাকখালী গ্রামে। নিলার মা বাবা জানান মেয়ের পছন্দকেই প্রাধান্য দিবো আমরা। সীতাকুণ্ড সরকারী উচ্চ বিদ্যালয় ও সীতাকুণ্ড বালিকা স্কুল দুটিই ভাল। মেয়ে যেটিতে পড়ালেখা করতে স্বাছন্দবোদ করে সেটিতে ভর্তি করানো হবে বলে মত প্রকাশ করেন মা ছালেহা বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *