সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে তথ্য মন্ত্রণালয়ের ইন্টারনেট মেলা সম্পন্ন

সীতাকুন্ডে তথ্য মন্ত্রণালয়ের ইন্টারনেট মেলা সম্পন্ন

mela internetনিজস্ব প্রতিবেদক,৩জুলাই(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ড হাই স্কুল মাঠে আই সি টি মন্ত্রনালয় ও রবির যৌথ উদ্যোগে দিন ব্যাপি ইন্টারনেট মেলা উদ্বোধন কালে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন ইমরান বলেন তথ্য প্রযুক্তিতে আজ বিশ্ব এগিয়ে যাচ্ছে। মানুষের হাতের মুঠোয় চলে এসেছে পৃথিবী। শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে নিজ জেলা উপজেলাসহ বিভিন্ন তথ্য মিনিটেই জানতে পারবে। কয়েক মাসের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইট চালু হবে। ডিজিটাল এইযুগে সকল ছাত্রছাত্রীরাদের ইমেইল এড্রেস চালু করে বিজ্ঞানের এ সুবিধা সবাই ব্যবহার করতে হবে। ৩ জুলাই সীতাকুন্ড সরকারী হাই স্কুল মিলনায়তনে স্কুলের প্রধান শিক্ষক মহসিন আলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে ইন্টারনেটের বিভিন্ন দিক তোলে ধরে আলোচনা রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের সহকারী সচিব আলাওল কবির,বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসার ফেরদৌস হোসেন, বক্তব্য রাখেন যুবাইদিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির ও রবির কর্মকর্তাবৃন্দ। মেলা উদ্বোধন শেষে বিভিন্ন স্কুল মাদ্রাসা থেকে আগত ছাত্র-ছাত্রীদেরকে গ্রুপ করে রবি কর্মকর্তারা ইন্টারনেট সম্পর্কে বিভিন্ন ধারনা দেয়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা শত শত ছাত্র-ছাত্রী দিন ব্যাপী মেলায় অংশগ্রহন করে। তবে হরতালের কারনে পৌরসদরের বাহির থেকে কোন ছাত্রছাত্রী মেলায় অংশ গ্রহন করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *