সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে জেলা বাজেট জাতীয় বাজেটের বিকেন্দ্রীকরণ ও জনঅংশগ্রহন মূলক এক শীর্ষক আলোচনা সভা

সীতাকুন্ডে জেলা বাজেট জাতীয় বাজেটের বিকেন্দ্রীকরণ ও জনঅংশগ্রহন মূলক এক শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, ৩ জুন (সীতাকুন্ড টাইমস ডটকম)-Sitakund YPSA Pic-S
সীতাকুন্ড জেলা বাজেট, জাতীয় বাজেটের বিকেন্দ্রীকরণ ও জনঅংশগ্রহন মূলক এক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২জুন রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ শাহীন ইমরান। উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আলমগীরের সভাপতিত্বে ও ইপসার প্রোগ্রাম অফিসার নেওয়াজ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফেরদৌস হোসেন, বাড়বকুন্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান, শর্মিষ্ঠা মজুমদার। ধারণা পত্র পাঠ করেন, সীতাকুন্ড গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সমন্বয়কারী আলেয়া বেগম।  বাজেটের বিকেন্দ্রীকরণ ও জনঅংশগ্রহন শীর্ষক একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুরাদপুর ইউনিয়নের দক্ষিন রহমত নগর ৯নং ওয়ার্ডের মেম্বার আবুল কালাম আজাদ ভূইয়া,বাঁশবাড়িয়া জমাদার পাড়া মহিলা মেম্বার কহিনুর বেগম, গোলাবাড়ীয়া ভাটেরখীল ২নং ওয়ার্ড মেম্বার মোঃ এজাহারুল ইসলাম,কুমিরা কাজীপাড়া ৫নং ওয়ার্ড মেম্বার রফিকুল আলম,মুরাদপুর মহিলা মেম্বার কহিনুর বেগম, বাড়বকুন্ড মহিলা মেম্বার কুমারী শ্রীতিলতা ভারতী, সীতাকু- প্রতিবন্ধী ফেডারেশনের সভাপতি বাবুল দেবনাথ,প্রতিবন্ধী সামছুল আলম প্রমুখ। জেলা বাজেট, জাতীয় বাজেটের বিকেন্দ্রীকরণ ও জনঅংশগ্রহন শীর্ষক আলোচনা সভার পূর্বে একটি র‌্যালী ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে প্রদক্ষিন করেন। অনুষ্ঠানে বলা হয়, মানুষের সামগ্রীক উন্নয়ন ও জনগনের প্রাত্যহিক চাহিদা নিরুপনের জন্য প্রতিবছর জাতীয় বাজেট ঘোষনা করা হয়। জাতীয় বাজেটকে জেলা বাজেট, জাতীয় বাজেটের বিকেন্দ্রীকরণ ও জনগনের অংশগ্রহনে বাজেট ঘোষনার লক্ষ্যে গুলিয়াখালী ও ভুইয়াপাড়া জনকেন্দ্র এর আয়োজনে, বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসা, গনতান্ত্রিক বাজেট আন্দোলন এবং একশনএইড  বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *